বিমানযাত্রা অনেকের কাছেই খুব সাধারণ একটি বিষয়। অনেক একঘেয়ে বিষয়ও বটে। কিন্তু এই সাধারণ ব্যাপারটিকেই মাঝে-মাঝে মজার অভিজ্ঞতা করে তোলেন এয়ারলাইন কর্মীরা। সম্প্রতি ব্যাঙ্ককগামী এক উড়ানে মজার ঘোষণা করলেন SpiceJet-এর বিমানচালক। তাঁর কবিতার ছন্দে ঘোষণার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাঁর এই মজার ঘোষণায় যেন অনেকটাই হালকা হয়েছেন বিমানযাত্রীরা।
ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করে পাইলট মোহিত তেওটিয়া লিখেছেন, 'আমার যাত্রীরা খুশি হলে আমিও খুশি।' ব্যাঙ্কক-গামী এক ফ্লাইটে ইন-ফ্লাইট ঘোষণার সময়, তেওটিয়া হাস্যকরভাবে যাত্রীদের ফ্লাইটে পান না খাওয়ার পরামর্শ দেন। কেন? কারণ হিসাবে তিনি জানান, কেবিন ক্রুদের কাছে 'পিক-দান' নেই। তাঁর ছন্দে ছন্দে কথা শুনে হাসির রোল ওঠে বিমানের মধ্যে। এক নজরে দেখুন সেই মজার ভিডিয়ো:
চার দিন আগে এই ভিডিয়ো শেয়ার করা হয়েছিল। তার হওয়ার পর থেকে এখনও পর্যন্ত এই ভিডিয়োতে দশ লক্ষেরও বেশি ভিউ এসেছে। শুধু তাই নয়। এই ভিডিয়োতে প্রচুর লাইক এবং কমেন্ট করেছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।
'@poeticpilot_ স্যার, আপনি আবার কবে ব্যাঙ্ককের ফ্লাইট চালাচ্ছেন... আমিও যেতে চাই,' লিখেছেন এক ব্যক্তি। আরও এক ব্যক্তি লিখেছেন, '@poeticpilot_ আপনি এক দুর্দান্ত কাজ করছেন। আপনার হাস্যরস এবং মিষ্টি হাসি দিয়ে সবার মন ভাল করে দিন। ঈশ্বর আপনার মঙ্গল করুন...!' 'স্যার! আপনি সবসময়েই দুর্দান্ত,' লিখেছেন আরও এক ব্যক্তি। আরও এক ব্যক্তি লিখেছেন, 'আমার খুব খারাপ লাগছিল। কিন্তু আপনার এই রিল দেখে আমাকে এক মুহুর্তের জন্য হলেও হাসতে পেরেছি।'
সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় পাইলট মোহিত তেওটিয়া। সাধারণত পাইলটের মতো জটিল পেশার সঙ্গে নিযুক্তদের গুরুগম্ভীর, কম কথা বলা ব্যক্তি বলে মনে করা হয়। কিন্তু পেশার আড়ালে তাঁরাও যে মজার মানুষ হতে পারেন, সেটাই প্রমাণ করেছেন মোহিত তেওটিয়া। তাঁর পাইলটের পেশায় থাকাকালীনই কাব্যচর্চার দিকটি জারি রেখেছেন। নিয়মমাফিক বিমানে ঘোষণার সময়ে তাঁর সেই অজানা দিকটিই সবার সামনে তুলে ধরেন। তাঁর ইনস্টাগ্রাম পেজ @poeticpilot_-এ তাই অঢেল ফলোয়ার্স।