বাংলা নিউজ > ঘরে বাইরে > আজই কাছাকাছি আসছে মঙ্গল-শুক্র-চাঁদ, দেখতে পাবেন খালি চোখেই

আজই কাছাকাছি আসছে মঙ্গল-শুক্র-চাঁদ, দেখতে পাবেন খালি চোখেই

ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা  (Soumick Majumdar)

আগামীকাল, ১৩ জুলাইও এটি দেখতে পাবেন। তাই এমন দৃশ্য দেখার সুযোগ ছাড়বেন না।

সোমবার, ১২ জুলাই ট্রিপল কনজাঙ্কশন। আকাশে মঙ্গল, শুক্র গ্রহ ও চাঁদ নিকটতম অবস্থানে আসছে। আর এই রোমাঞ্চকর দৃশ্য দেখতে পাবেন খালি চোখেই।

শুধু আজ নয়। আগামীকাল, ১৩ জুলাইও এটি দেখতে পাবেন। তাই এমন দৃশ্য দেখার সুযোগ ছাড়বেন না।

কখন দেখা যাবে?

সূর্যাস্তের পর থেকেই দেখতে পাবেন।

কোন দিকে দেখা যাবে?

পশ্চিমের দিগন্তে দেখতে পাবেন।

সত্যিই কি কাছাকাছি আসছে দুটি গ্রহ ও চাঁদ?

ঠিক তা নয়। প্রকৃতপক্ষে প্রত্যেকেই যথেষ্ট দূরে। দুটি গ্রহ যখন আকাশে খুব কাছাকাছি মনে হয়, তখন তাকে কনজাঙ্কশান বলে।

গত কয়েকদিন ধরেই ক্রমাগত পৃথিবীর সঙ্গে মঙ্গল ও শুক্রের মধ্যে কৌণিক দূরত্ব কমেছে। আর আজ, সোমবার থেকে তাদের গা ঘেঁষে চাঁদের বেরিয়ে যাওয়ার কথা। তিনটেই কাছাকাছি আসছে বলে একে ট্রিপল কনজাঙ্কশান বলা যায়।

আগামীকাল, ১৩ জুলাই, মঙ্গল ও শুক্র গ্রহ নিজেদের কক্ষপথ থেকে মাত্র ০.৫ ডিগ্রি ব্যবধানে অবস্থান করবে। অন্যদিকে চাঁদের কক্ষপথ থেকে মাত্র ৪ ডিগ্রি ব্যবধানে মঙ্গল ও শুক্র গ্রহ অবস্থান করবে। ১২ জুলাই এবং ১৩ জুলাই রাতে দুটি গ্রহ ও চাঁদকে সবচেয়ে কাছাকাছি দেখা যাবে। এ বিষয়ে টুইট করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স।

সহজে চিনতে সাহায্য করবে অ্যাপ

আকাশে দেখে কোনটা কী তা চেনার সমস্যা হলে বিভিন্ন অ্যাপের সাহায্য নিতে পারেন। স্টার ওয়াক (Star Walk) জাতীয় স্টার নেভিগেশন অ্যাপ পেয়ে যাবেন গুগল প্লে স্টোর থেকে। স্টার ওয়াকের মাধ্যমে আকাশের দিকে তাক করে ধরলেই কোনটি কোন নক্ষত্র, কোন গ্রহ ইত্যাদি জানা যায়।

শর্ত একটাই...

তবে, আকাশ মেঘাচ্ছন্ন থাকলে, সেক্ষেত্রে দেখতে সমস্যা হতে পারে। তবে, শুক্রবার থেকে টানা মঙ্গলবার পর্যন্ত এটি দেখার সুযোগ মিলবে।

বন্ধ করুন