বাংলা নিউজ > ঘরে বাইরে > New Parliament inauguration Row: নয়া সংসদভবনের উদ্বোধন রাষ্ট্রপতিই করুন, আর্জি নিয়ে মামলা সুপ্রিম কোর্টে

New Parliament inauguration Row: নয়া সংসদভবনের উদ্বোধন রাষ্ট্রপতিই করুন, আর্জি নিয়ে মামলা সুপ্রিম কোর্টে

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। (PTI)

সুপ্রিম কোর্টে এদিন নতুন সংসদভবনের উদ্বোধন রাষ্ট্রপতিই করুন, এমন আর্জি জানিয়ে দায়ের হয়েছে আবেদন।

আসন্ন ২৮ মে নয়া সংসদভবনের উদ্বোধন ঘিরে তুঙ্গে দিল্লির রাজনৈতিক শোরগোল। ২১ টি বিরোধী দল জানিয়েছে, তারা অংশ নেবেনা নয়া সংসদভবনের উদ্বোধনে। উল্লেখ্য, সংসদভবনের উদ্বোধন করতে আমন্ত্রণ জানানো হয়েছে দেশের প্রধানমন্ত্রীকে, সেক্ষেত্রে এই উদ্বোধন করার জন্য আমন্ত্রিত নন দেশের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি এই উদ্বোধন করছেন না, এই ঘটনার বিরোধিতাতেই অনুষ্ঠান ২১ টি দলের বয়কটের ডাক। এদিকে, সুপ্রিম কোর্টে এদিন নতুন সংসদভবনের উদ্বোধন রাষ্ট্রপতিই করুন, এমন আর্জি জানিয়ে দায়ের হয়েছে আবেদন।

(সংসদভবনের উদ্বোধন ইস্যুতে বিরোধীদের টার্গেট মোদীর! উঠল অস্ট্রেলিয়ার প্রসঙ্গ)

( আরও অন্যরকমের খবর পড়ুন: Video:মহিলা আইনজীবী বনাম পুরুষ আইনজীবী! কোর্ট চত্বরে চড়, থাপ্পড়,ঘুষি চলল দেদার)

সংসদের লোকসভার সচিবের দফতরকে যাতে নির্দেশ দেওয়া হয় যে, নয়া সংসদভবনের উদ্বোধন দেশের রাষ্ট্রপতির হাত ধরেই করার বিষয়ে উদ্যোগ নিতে, সেই দাবিতে নয়া মামলা দায়ের হয়েছে দেশের সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের তরফে কী রায় আসে, সেদিকে তাকিয়ে গোটা দেশ। এদিকে, ২৫ মে এই মামলা দায়ের হয়েছে, অন্যদিকে, উদ্বোধনী অনুষ্ঠান ২৮ মে। এদিকে, এই ইস্যুতে সরগরম দিল্লির রাজনীতি। আইনজীবী সিআর জয়া সুকিন। তাঁর আবেদনে ১৮ মে লোকসভার সচিব সংক্রান্ত দফতরের তরফে যে আমন্ত্রণ পত্র প্রকাশিত হয়েছে, তা পেশ করা হয়েছে কোর্টে। তাঁর দাবি এই আমন্ত্রণ সম্পূর্ণ রূপে সংবিধান বিরোধী। ভারতীয় সংবিধানের বিরোধী ভাবনা রয়েছে এই আমন্ত্রণে। উল্লেখ্য, সংসদের নয়া ভবন উদ্বোধন করতে আমন্ত্রণ করা হয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আর সেই জায়গা থেকেই ক্ষোভে ফেটে পড়েছে বিরোধী দলগুলি। 

বিরোধীদের প্রশ্ন, রাষ্ট্রপতি কেন এই নয়া সংসদভবন উদ্বোধন করবেন না? এই ইস্যুতে তাঁরা ওই উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছেন। এদিকে, যে মামলা দায়ের করা হয়েছে, সেখানে বলা হয়েছে, ‘দেশের প্রথম নাগরিক দেশের রাষ্ট্রপতি। ’ আর সেই মর্মে সংসদের মতো প্রতিষ্ঠানের প্রধান হিসাবে তাঁকে গণ্য করা হয়। মামলায় বলা হয়েছে, ‘দেশের যেকোনও মামলায় সিদ্ধান্ত তাঁর নামে (রাষ্ট্রপতির নামে) নেওা হয়।’ ফলে সেই জায়গা থেকে এই উদ্বোধন রাষ্ট্রপতির করা উচিত বলে দাবি করা হয়েছে মামলায়।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

 

 

 

বন্ধ করুন