বাংলা নিউজ > ঘরে বাইরে > PM Cares-এর অনুদান NDRF-এ স্থানান্তরের দাবির মামলায় কেন্দ্রকে সুপ্রিম নোটিস

PM Cares-এর অনুদান NDRF-এ স্থানান্তরের দাবির মামলায় কেন্দ্রকে সুপ্রিম নোটিস

আগামী ৮ জুলাই ফের এই মামলার শুনানি হবে।

DM Act-এর ১১ নম্বর ধারা সারা দেশে বিপর্যয় মোকাবিলার জন্য একটি বাধ্যতামূলক জাতীয় পরিকল্পনা প্রণয়নের কথা বলে। কিন্তু বর্তমানে কোভিড-১৯ -এর মতো বিপর্যয় মোকাবিলার জন্য এমন কোনও জাতীয় পরিকল্পনা নেই।

PM Cares তহবিলে জমা পড়া অর্থ বিপর্যয় মোকাবিলা ত্রাণ তহবিলে পাঠানোর আবেদন করে কেন্দ্রের বিরুদ্ধে এক এনজিও-র দাখিল করা মামলার ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রককে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। 

মামলায় দাবি করা হয়েছে যে, করোনা সংক্রমণের মোকাবিলায় গড়ে ওঠা প্রাইম মিনিস্টারস সিটিজেন অ্যাসিসটেন্স অ্যান্ড রিলিফ ইন এমারজেন্সি সিচুয়েশনস (PM Cares) তহবিলে যে অনুদান জমা পড়েছে, সে সবই জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল (NDRF)-এ স্থানান্তরিত করতে হবে।

আদালতে জমা দেওয়া আবেদনে বলা হয়েছে, PM Cares তহবিল ২০০৫ সালের DM Act-এর আইনি নির্দেশ লঙ্ঘন করা হয়েছে। আইনে স্পষ্ট ভাবে বলা হয়েছে যে, বিপর্যয় মোকাবিলার জন্য কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুদান অবশ্যই NDRF-এর খাতায় যাবে।

পিটিশনে বলা হয়েছে, বর্তমানে করোনা ভাইরাস সংক্রমণের সঙ্গে লড়ার জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ব্যবহার করা হচ্ছে না। বিপর্যয় মোকাবিলা আইনের আওতা ও পরিধির বাইরে গিয়ে পাব্লিক চ্যারিটেবল ট্রাস্ট হিসেবে PM Cares তহবিল গড়ে তুলে, স্পষ্ট বিধিবদ্ধ বিধানকে লঙ্ঘন করে, অতিমারীর জন্য প্রাপ্ত অনুদান এই তহবিলেই পাঠানো উচিত।

আবেদনে বলা হয়েছে, বিপর্যয় মোকাবিলা আইনের ১১ নম্বর ধারা সারা দেশে বিপর্যয় মোকাবিলার জন্য একটি বাধ্যতামূলক জাতীয় পরিকল্পনা প্রণয়নের কথা বলে। কিন্তু বর্তমানে কোভিড-১৯ -এর মতো বিপর্যয় মোকাবিলার জন্য এমন কোনও জাতীয় পরিকল্পনা নেই। উল্লেখ্য, এই অতিমারীকেও ‘বিপর্যয়’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। DM Act-এর অধীনে একে রাখার জন্য একাধিক বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।

সলিসিটর জেনারেল বিরুদ্ধ যুক্তি পেশ করতে চাইলেও, বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন বেঞ্চ কেন্দ্রের কাছ থেকে প্রতিক্রিয়া তলব করেছে। বিচারপতিদের বেঞ্চের তরফে, কেন্দ্রের জবাবের জন্য চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে। 

পাব্লিক চ্যারিটেবল ট্রাস্ট হিসেবে ২৮ মার্চ PM Cares তহবিল গড়ে তোলা হয়। যার প্রাথমিক লক্ষ্য হল, কোভিড-১৯ -এর মতো কোনও আপদকালীন বা সঙ্কটজক পরিস্থিতি মোকাবিলা করা।

আবেদনকারী আদালতকে জানিয়েছেন, ১৪ মার্চ, অর্থাৎ PM Cares তহবিল গড়ে তোলার ঠিক দু’সপ্তাহ আগে কেন্দ্রের তরফে রাজ্য সরকারগুলিকে জানানো হয় যে, রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিলের (SDRF) অধীনে সংক্রমণ সংক্রান্ত বিষয়ে সহায়তার জন্য, কোভিড-১৯ কে বিপর্যয় হিসেবেই চিহ্নিত করা হবে। 

মামলাকারীর দাবি, SDRF ছাড়াও কোভিড-১৯ অতিমারী মোকাবিলায় ও সহায়তা প্রদানে NDRF-কেও যুক্ত করা উচিত ছিল কেন্দ্রীয় সরকারের। কিন্তু  PM Cares তহবিল গড়ে তোলার উদ্দেশে তখন তা করা হয়নি।

মামলায় আর একটি গুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তা হল PM Cares কম্পট্রোলার ও অডিটর জেনারেলের অডিটের আওতায় আসে না, এমনকি, ২৯ মে-র একটি RTI-এর প্রত্যুত্তরে স্পষ্ট যে PM Cares ২০০৫-এর RTI অ্যাক্টের আওতাধীনও নয়। আবেদনে বলা হয়েছে যে, PM Cares তহবিলের অর্থের ব্যবহার সম্পর্কে তথ্য প্রকাশ করা থেকেও কেন্দ্রীয় সরকার বিরত থাকছে।

আগামী ৮ জুলাই ফের এই মামলার শুনানি হবে। বিচারপতি অশোক ভূষণের পাশাপাশি এই বেঞ্চে রয়েছেন, বিচারপতি সঞ্জয় কিষণ ও বিচারপতি এমআর শাহ।  

ঘরে বাইরে খবর

Latest News

শততম T20 ম্যাচে একাধিক নজির,NCA-তে দেখেই বুঝেছিলাম বদলে গিয়েছে রিয়ান,বললেন সূর্য ভোটার কার্ডের সমস্যার কথা স্বীকার করল নির্বাচন কমিশন, জেলায় গেল কড়া নির্দেশ ৪-৪-৬-৪-৬-১- শেষ ওভারে নরকিয়াকে পিটিয়ে ছাতু করলেন রিয়ান, জানালেন সাফল্যের রহস্য 'দূরে থাকা অর্থহীন...' জোড়া লাগল নওয়াজের ভাঙা সংসার! সব ঠিক হতে কী বললেন আলিয়া দীপিকা-রণবীরের কায়দায় কাছাকাছি ফুলকি-রোহিত! হেসে কুটোপুটি খাচ্ছে কেন নেটপাড়া? ‘হাইওয়েম্যান’ নীতিন গডকরির সম্পত্তি গত ৫ বছরে কতটা বেড়েছে? উঠে এল তথ্য প্রাক্তন বিচারপতির সঙ্গে মেয়রের ফোনে কথোপকথন, দু’‌পক্ষের মধ্যে কী কথা হল?‌ মুজিবের পরিবর্তে ১৬বছরের আফগান স্পিনারকে নিল KKR, RR-এ প্রসিধের বদলি কেশব মহারাজ একেই বলে কর্মফল! চলন্ত ট্রেনে বয়স্ক মহিলার ক্ষতি করতে গিয়ে যা হল চোরের সঙ্গে লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.