মল্লিকা সোনি
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এবার অস্ট্রেলিয়ায় হিন্দু মন্দিরে হামলার ঘটনা নিয়ে ফের মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, ধর্মীয় স্থানে হামলার ঘটনাকে কোনওভাবেই সহ্য করবে না দেশ। হিন্দু মন্দিরে হামলার বিরুদ্ধে পদক্ষেপের আশ্বাসও জানিয়েছেন অস্ট্রেলিয়াল প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বিবৃতিতে জানিয়েছিলেন, আমি নিশ্চিত করছি যে অস্ট্রেলিয়া এমন একটি দেশ যারা মানুষের বিশ্বাসকে সম্মান করে। কোনও ধর্মীয় প্রতিষ্ঠানের উপর হামলার ঘটনাকে আমরা সহ্য় করব না। সেটা হিন্দু মন্দিরই হোক, মসজিদই হোক, সিনাগগই হোক বা গির্জাই হোক কোথাও আক্রমণ হলে সেটা সহ্য় করা হবে না। এই হামলার কোনও জায়গা নেই অস্ট্রেলিয়ায়। কার্যত কড়া বার্তা দিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ।
এদিকে আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ নিশ্চিত করেছেন যে অস্ট্রেলিয়ায় ভারতীয় সম্প্রদায়কে সুরক্ষা দেওয়াকে তিনি অগ্রাধিকার দিচ্ছেন।
এদিকে গত কয়েক সপ্তাহ ধরেই অস্ট্রেলিয়ায় থাকা হিন্দু মন্দিরের উপর হামলার ঘটনা বার বারই সামনে এসেছে। প্রায় নিয়মিতই এই খবর ক্রমে সামনে আসতে থাকে। এনিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার বার উদ্বেগ প্রকাশ করেছিলেন। প্রধানমন্ত্রী জানিয়েছিলেন আমি এই উদ্বেগের প্রসঙ্গটি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের কাছে তুলে ধরেছিলাম। তিনি নিশ্চিত করেছিলেন যে ইন্ডিয়ান কমিউনিটিকে সুরক্ষা দেওয়াকে তিনি বিশেষ অগ্রাধিকার দেন।
তবে এবার এনিয়ে সাংবাদিক বৈঠকে মুখ খুললেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ।
মোদী এর আগে জানিয়েছিলেন, বেশ কিছু সপ্তাহ আগে অস্ট্রেলিয়ার মন্দিরগুলিতে প্রায়ই আক্রমণ হত বলে শোনা যেত। তবে এই ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগের। এটি ভারতের ক্ষেত্রে খুুব উদ্বেগের। এনিয়ে মোদী তাঁর মনোভাবের কথা অ্যান্থনি অ্যালবানিজকে জানিয়েছেন। তিনি মোদীকে জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় বসবাসকারী ইন্ডিয়ান কমিউনিটিকে সুরক্ষা দেওয়ার কাজটিকে তিনি অগ্রাধিকার দেন। এই ঘটনায় তাঁরা নিয়মিত যোগাযোগ রেখে চলেন।
প্রসঙ্গত গত মার্চ মাসে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরে হামলা চালানো হয়েছিল। অস্ট্রেলিয়ার ক্যারাম ডাউন্সে শ্রী শিব বিষ্ণু মন্দিরেও হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ।
প্রসঙ্গত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ৮ মার্চ তিনদিনের ভারত সফর আমেদাবাদ আসেন। তিনি হোলির অনুষ্ঠানে অংশ নেন। মোদীর সঙ্গে বর্ডার-গাভাস্কার ট্রফির ফাইনাল ম্যাচ দেখেন বৃহস্পতিবার।