যশবন্ত রাজ
পরিবেশ রক্ষার্থে হাতে হাত মিলিয়ে কাজ করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত। বাইডেন প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ভারত 'ক্লাইমেট অ্যান্ড ক্লিন এনার্জি অ্যাজেন্ডা ফর ২০৩০' লঞ্চ করতে চলেছে বলে এদিন ঘোষণা করলেন নরেন্দ্র মোদী। এদিন আমেরিকার প্রেসিডেন্টের নেতৃত্বে বিশ্বের জলবায়ু পরিবর্তন এবং উষ্ণায়ন নিয়ে একটি মহাসম্মেলনে বক্তব্য রাখেন মোদী। ভিডিয়োর মাধ্যমে ৪০টি দেশের এই সম্মেলনে যোগ দিয়েছে। সম্মেলনে যোগ দেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিংও।
এদিন প্রধানমন্ত্রী মোদী বলেন, 'জলবায়ু রক্ষার করার জন্য দায়বদ্ধ উন্নয়নশীল দেশ হিসাবে ভারত পার্টনারদের ভারতে টেকসই উন্নয়নের টেম্পলেট তৈরি করতে স্বাগত জানাচ্ছে। যেই উন্নয়নশীল দেশগুলির যাদের গ্রিন ফিনান্স এবং পরিষ্কার প্রযুক্তিতে সাশ্রয়ী মূল্যের অ্যাক্সেস প্রয়োজন তাদেরকেও এটি সাহায্য করতে পারে। আর এর জন্যই প্রেসিডেন্ট বাইডেন এবং আমি ক্লাইমেট অ্যান্ড ক্লিন এনার্জি অ্যাজেন্ডা ফর ২০৩০' লঞ্চ করতে চলেছি। একসাথে, আমরা বিনিয়োগ জড়ো করতে, পরিষ্কার প্রযুক্তি প্রদর্শন করতে এবং সবুজ সহযোগিতা সক্ষম করতে সাহায্য করব।'
প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, '২০৩০ সালের মধ্যে আমাদের লক্ষ্য ৪৫০ গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি উত্পাদন করা। এটি আমাদের অঙ্গীকার দর্শায়। প্রযুক্তিগত ভাবে আমারা চ্যালেঞ্জের সম্মুখীন হলেও পরিষ্কার শক্তি, বনায়ন এবং জীব-বৈচিত্র্য সম্পর্কে অনেক সাহসী পদক্ষেপ নিয়েছি।'
এদিকে মার্কিন প্রেসিডেন্টও কথা দিয়েছেন যাতে, সার্বিক তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস (৩.৬ ফারেনহাইট)-এর বেশি না হয়। এর জন্য কার্বন নির্গমন আর তাপমাত্রা বৃদ্ধি নিয়ে মার্কিন পরিকল্পনা ঘোষণা করেন বাইডেন