যেতে হবে না ব্যাঙ্কে বা এটিএম। বাড়িতে বসেই এবার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি (পিএম কিষান) যোজনার টাকা পেয়ে যাবেন কৃষকরা। বাড়িতে এসে কৃষকদের ২,০০০ টাকা তুলতে সাহায্য করবেন ডাক বিভাগের কর্মীরা। সেটা ‘ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক’-র (India Post Payment Bank) মাধ্যমে হবে।
ডাক বিভাগের কর্মীরা কীভাবে সাহায্য করবেন?
‘হিন্দুস্তান টাইমস’ গ্রুপের 'লাইভ হিন্দুস্তান'-র প্রতিবেদনে জানানো হয়েছে, এতদিন বাড়িতে-বাড়িতে চিঠি পৌঁছে দেন পিওনরা। এবার পিএম কিষান সম্মান নিধি যোজনার ২,০০০ টাকার তুলতেও সাহায্য করবেন তাঁরা। আধার বেসড এনবেলড পেমেন্ট সিস্টেমের মাধ্যমে ২,০০০ টাকা পাবেন কৃষকরা। অর্থাৎ আপনার ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার কার্ডের সংযোগ থাকে, তাহলে বাড়িতে বসেই পিএম কিষান নিধির টাকা পেয়ে যাবেন।
আরও পড়ুন: PM Kisan: কৃষকদের জন্য বড় সুখবর, দ্বাদশ কিস্তির টাকার আগে ‘উপহার’ মোদী সরকারের
বিষয়টি নিয়ে বারাণসী জোনের পোস্টমাস্টার জেনারেন কৃষ্ণ কুমার 'লাইভ হিন্দুস্তান'-কে জানিয়েছেন, বাড়ি-বাড়ি গিয়ে আধার সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পিএম কিষানের টাকা তোলার সুবিধা প্রদান করছেন ডাক বিভাগের কর্মীরা। পিএম কিষানের টাকা তোলার জন্য কৃষকদের এটিএম বা ব্যাঙ্কে যেতে হবে না। ডাক বিভাগের কর্মীদের কাছে যে মাইক্রো এটিএম আছে, তা নিয়ে টাকা তুলতে পারবেন কৃষকরা।
পিএম কিষানের ই-কেওয়াইসি
প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির উপভোক্তাদের জন্য সুখবর। বাড়ানো হয়েছে ই-কেওয়াইসির সময়সীমা। পিএম কিষানের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘পিএম কিষানে নথিভুক্ত কৃষকদের ই-কেওয়াইসির সময়সীমা বাড়িয়ে ৩১ জুলাই করা হচ্ছে।'
কীভাবে পিএম-কিষানের (PM-Kisan) পোর্টালের মাধ্যমে ই-কেওয়াইসি করতে হয়?
১) Pradhan Mantri Kisan Samman Nidhi (PM-KISAN) তথা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির (পিএম কিষান) অফিসিয়াস ওয়েবসাইট www.pmkisan.gov.in-তে যান।
২) স্ক্রিনের ডানদিকে Farmers Corner-র অধীনে 'eKYC'-তে ক্লিক করুন।
৩) নয়া একটি পেজ খুলে যাবে।
৪) সেখানে নিজের আধার কার্ডের নম্বর, ক্যাপচা দিন। তারপর ‘Search’-এর ক্লিক করুন।
৫) আপনার আধার কার্ডে সঙ্গে যে মোবাইল নম্বর যুক্ত আছে, তা লিখে ফেলুন।
৬) সেই নম্বরে ‘OTP’ আসবে। তা নির্দিষ্ট জায়গায় লিখে ফেলুন।