ই-কেওয়াইসি করা হয়নি এখন? তারপরও পেতে পারেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির একাদশ কিস্তির ২,০০০ টাকা। এমনটাই জানানো হয়েছে ‘হিন্দুস্তান টাইমস’ গ্রুপের ‘লাইভ হিন্দুস্তান’-র প্রতিবেদনে।
আরও পড়ুন: PM Kisan: পুরো টাকা ফিরিয়ে দিতে হবে, কোন 'কৃষকদের' কড়া নির্দেশ দিল কেন্দ্র?
‘লাইভ হিন্দুস্তান’-র প্রতিবেদনে অনুযায়ী, আপাতত পিএম কিষানের পোর্টালে ই-কেওয়াইসির যে সুযোগ থাকে, আপাতত দেখা যাচ্ছে না। সেখান ‘Farmers Corner’-র অধীনে 'eKYC' থাকত। সেখান থেকেই অনলাইনে ই-কেওয়াইসি করতে পারতেন কৃষকরা। কিন্তু বর্তমানে ‘Farmers Corner’-র আওতায় একাধিক বিকল্প থাকলেও 'eKYC' নেই। তা থেকেই সংশ্লিষ্ট মহলের ধারণা, ই-কেওয়াইসি ছাড়াই একাদশ কিস্তির (চলতি বছরের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত) ২,০০০ টাকা পাবেন কৃষকরা। তবে কবে টাকা পড়বে, সে বিষয়ে নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি।
এমনিতে পিএম কিষানের আওতায় টাকা পাওয়ার জন্য প্রাথমিকভাবে ৩১ মার্চের মধ্যে কৃষকদের বাধ্যতামূলকভাবে ই-কেওয়াইসি করার নির্দেশ দিয়েছিল কেন্দ্র। পরবর্তীতে সেই সময়সীমা আরও দু'মাস বাড়ানো হয়েছে। তারইমধ্যে আবার পিএম কিষানের পোর্টালে আপাতত ই-কেওয়াইসির সুযোগ মিলছে না। সেই সুযোগ পাওয়া গেলে কীভাবে পিএম-কিষানের (PM-Kisan)ই-কেওয়াইসি করতে হয়, তা দেখে নিন -
১) Pradhan Mantri Kisan Samman Nidhi (PM-KISAN) তথা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির (পিএম কিষান) অফিসিয়াস ওয়েবসাইট www.pmkisan.gov.in-তে যান।
২) স্ক্রিনের ডানদিকে Farmers Corner-র অধীনে 'eKYC'-তে ক্লিক করুন।
৩) নয়া একটি পেজ খুলে যাবে।
৪) সেখানে নিজের আধার কার্ডের নম্বর, ক্যাপচা দিন। তারপর ‘Search’-এর ক্লিক করুন।
৫) আপনার আধার কার্ডে সঙ্গে যে মোবাইল নম্বর যুক্ত আছে, তা লিখে ফেলুন।
৬) সেই নম্বরে ‘OTP’ আসবে। তা নির্দিষ্ট জায়গায় লিখে ফেলুন।
৭) ‘Submit’-এ ক্লিক করুন। ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে।
আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা, কীভাবে দেখবেন?
১) প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in-তে যেতে হয়।
২) ডানদিকের 'Farmers Corner'-এ 'Beneficiary Status' ট্যাবে ক্লিক করুন। ‘Aadhaar number’, ‘Account number’ বা ‘Mobile number’ বেছে নিন। যে কোনও একটি বিকল্প বেছে নিয়ে সেইমতো আধার কার্ডের নম্বর বা অ্যাকাউন্ট নম্বর বা মোবাইল নম্বর দিন।
৩) তারপর ‘Get Data’-য় ক্লিক করুন।
৪) তারপরই আপনি জানতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে একাদশ কিস্তির ২,০০০ টাকা জমা পড়েছে কিনা।