বাংলা নিউজ > ঘরে বাইরে > খারকিভ থেকে সরানো হল ভারতীয়দের, টেলিফোনে কিছুক্ষণ কথা মোদী–পুতিনের

খারকিভ থেকে সরানো হল ভারতীয়দের, টেলিফোনে কিছুক্ষণ কথা মোদী–পুতিনের

ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদী। ফাইল ছবি

খারকিভে আটকে থাকা ভারতীয় ছাত্রছাত্রীদের ‘সেফ প্যাসেজ’ দেওয়া হয়েছে বলে টেলিফোনে জানানো হয়েছে।

আটকে পড়া ভারতীদের নিরাপদে দেশে ফেরানোই অগ্রাধিকার নয়াদিল্লির। এই অবস্থায় যুদ্ধবিধ্বস্ত পূর্ব ইউক্রেনের খারকিভ শহরের পরিস্থিতি নিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খারকিভে আটকে থাকা ভারতীয় ছাত্রছাত্রীদের ‘সেফ প্যাসেজ’ দেওয়া হয়েছে বলে টেলিফোনে জানানো হয়েছে। রাশিয়ার সেনা তাঁদের ইউক্রেনের পশ্চিম সীমান্তের দিকে ট্রেনে রওনা করিয়ে দিয়েছে। সেখানে আটকে থাকা ভারতীয়দেরও একইভাবে সীমান্তে পাঠানো হচ্ছে বলে সূত্রের খবর।

ঠিক কী কথা হয়েছে মোদী–পুতিনের?‌ এই ইস্যুতে বিদেশ মন্ত্রক থেকেও একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পুতিন ইউক্রেনের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। বহু ভারতীয় পড়ুয়া আটকে পড়ায় বিশেষ করে কথা হয়েছে খারকিভের পরিস্থিতি নিয়ে। সংঘর্ষস্থল থেকে ভারতীয়দের উদ্ধারের বিষয়টি নিয়ে তাঁরা কথা বলেছেন। যে সমস্ত জায়গায় যুদ্ধ চলছে, সেখান থেকে ভারতীয়দের নিরাপদে উদ্ধার করার কথাও হয়েছে।

এদিকে ভারতীয়দের উদ্ধারের ইস্যুতে রুশ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর মোদীর আলোচনার প্রেক্ষিতেই বুধবার রাষ্ট্রপুঞ্জে ফের রাশিয়ার বিরুদ্ধে ভোটাভুটি এড়িয়ে গেল ভারত। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান বন্ধের দাবিতে এদিন একটি প্রস্তাব পাশ হয়েছে। প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ১৪১টি। ভোটাভুটিতে অংশ নেয়নি ভারত–সহ মোট ৩৫টি দেশ।

অন্যদিকে পুতিনের ইউক্রেনে হামলা ঘোষণার পর এখন পর্যন্ত দ্বিতীয়বার টেলিফোনে কথা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্টের। গত ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী টেলিফোনে পুতিনকে যুদ্ধবিরতি ঘোষণার আবেদন জানিয়েছিলেন। রুশ কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় কথা চলছে। বাস্তবে তারাই এখন ভারতীয়দের উদ্ধারের কাজে সাহায্য করছে। তবে টেলিফোনে দ্বিপাক্ষিক আলোচনার পরই দেখা গেল, রাশিয়ার সেনা ‘সেফ প্যাসেজ’ দিয়ে খারকিভে আটকে থাকা ভারতীয়দের ইউক্রেন সীমান্তের কাছে পৌঁছে দিচ্ছে।

ঘরে বাইরে খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.