বাংলা নিউজ > ঘরে বাইরে > ওমিক্রন আতঙ্কের মধ্যে করোনা টিকার 'Precaution Dose'-র ঘোষণা মোদীর

ওমিক্রন আতঙ্কের মধ্যে করোনাভাইরাস টিকার বুস্টার ডোজের পক্ষে সওয়াল করছিলেন বিশেষজ্ঞদের একাংশ। এবার সেই পথেই হাঁটল ভারত। কেন্দ্রের তরফে জানানো হল, আগামী ১০ জানুয়ারি (সোমবার) থেকে দেশবাসীর একাংশকে করোনা টিকার 'Precaution Dose' বা ‘সতর্কতামূলক ডোজ’ প্রদান করা হবে। খাতায়কলমে বুস্টার ডোজ হলেও আনুষ্ঠানিকভাবে তা বলা হয়নি। 

শনিবার ক্রিসমাসের আবহেই জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, আগামী ১০ জানুয়ারি থেকে ওমিক্রন আতঙ্কের মধ্যে প্রথমসারির করোনাভাইরাস যোদ্ধা, স্বাস্থ্যকর্মীদের 'Precaution Dose' দেওয়া হবে। তিনি বলেন, ‘আমরা সবাই বুঝতে পেরেছি, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে প্রথমসারির করোনাভাইরাস যোদ্ধা এবং স্বাস্থ্যকর্মীদের অপরিসীম অবদান আছে। তাঁরা আজও করোনা রোগীদের প্রচুর সময় নিয়োজিত করছেন। সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে স্বাস্থ্যকর্মী এবং প্রথমসারির করোনাভাইরাস যোদ্ধাদের টিকার Precaution Dose বা সতর্কতামূলক ডোজ দেওয়া হবে। ২০২২ সালের ১০ জানুয়ারি (সোমবার) থেকে সূচনা করা হবে সেই কর্মসূচি।’

সেইসঙ্গে মোদী জানান, কো-মর্বিডিটি থাকা ষাটোর্ধ্বদের ‘সতর্কতামূলক ডোজ’ প্রদান করা হবে। তবে সেক্ষেত্রে সংশ্লিষ্ট প্রবীণ নাগরিকের চিকিৎসকদের পরামর্শ লাগবে। তবেই দেওয়া হবে বুস্টার ডোজ। মোদী বলেন, ‘করোনাভাইরাসের অতীত অভিজ্ঞতা থেকে দেখা গিয়েছে, যাঁদের বয়স বেশি এবং আগে থেকে কোনও গুরুতর অসুস্থতা আছে, তাঁদের সতর্ক নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সেই বিষয়টি বিবেচনা করে কো-মর্বিডিটি থাকা ষাটোর্ধ্ব নাগরিকদের তাঁদের চিকিৎসকদের পরামর্শে টিকার Precaution Dose নেওয়ার সুযোগ থাকবে। এই কর্মসূচিও শুরু হবে ১০ জানুয়ারি থেকে।’

বন্ধ করুন