আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের প্রভাব বাড়ছে ক্রমশ। আর তার জেরেই সফল হচ্ছে অপারেশন গঙ্গা। এমনকী বড় দেশও যখন তাদের নাগরিকদের উদ্ধার করতে হিমসিম খাচ্ছে তখন ভারত তার নাগরিকদের ইউক্রেন থেকে বের করে আনতে সমর্থ হচ্ছে। পুনের একটি অনুষ্ঠানে এব্যাপারে আলোকপাত করেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘অপারেশন গঙ্গার মাধ্যমে আমরা হাজার হাজার ভারতীয়কে যুদ্ধের জোন থেকে বের করে আনতে পারছি। আন্তর্জাতিক আঙিনায় ভারতের প্রভাব যে বাড়ছে সেজন্য়ই আমরা ইউক্রেনের ওয়ার জোন থেকে তাদের মাতৃভূমিতে নিরাপদে ফেরৎ আনতে পারছি। বহু বড় দেশও তাদের নাগরিকদের উদ্ধার করতে সমস্যায় পড়ছে।’ জানিয়েছেন মোদী।
এদিকে কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, শনিবার পর্যন্ত ভারত ১৩,৭০০জনকে ইউক্রেন থেকে ফেরৎ আনতে পেরেছে। নিউ ইন্ডিয়ার প্রসঙ্গও তুলে ধরেন মোদী। তিনি বলেন, ‘স্টার্ট আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, আত্মনির্ভর ভারতের মতো মিশন আমাদের এগিয়ে যাওয়ার প্রতীক। আজকের ভারত উদ্ভাবন করতে পারে, উন্নতি করতে পারে, গোটা বিশ্বকে প্রভাবিত করতে পারে।’করোনা ভ্যাকসিনেশন নিয়ে ভারত গোটা বিশ্বে কতটা প্রভাব ফেলেছিল সেকথাও তুলে ধরেন মোদী। তিনি বলেন,'আগে যেখানে আমরা পৌঁছতে পারতাম না সেই সব সেক্টরেও আজ ভারত গ্লোবাল লিডার হিসাবে উঠে আসছে।বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল প্রস্তুতকারক দেশ আজ ভারত।' প্রতিরক্ষাক্ষেত্রেও ভারতের শক্তির কথা তুলে ধরেন তিনি।