বাংলা নিউজ > ঘরে বাইরে > PM Modi Changes DP To National Flag: ‘বিশেষ ২ অগস্ট’-এ ‘প্রফাইল পিকচার’ বদলালেন মোদী, অনুসরণ শাহ-হিমন্তদের

PM Modi Changes DP To National Flag: ‘বিশেষ ২ অগস্ট’-এ ‘প্রফাইল পিকচার’ বদলালেন মোদী, অনুসরণ শাহ-হিমন্তদের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  (HT_PRINT)

Har Ghar Tiranga: টুইটে প্রধানমন্ত্রী লেখেন, 'আমি মহান পিঙ্গালি ভেঙ্কাইয়াকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই। আমরা চিরকাল তাঁর কাছে ঋণী থাকব।'

স্বাধীনতা দিবসের আগে সোশ্যাল মিডিয়ায় নিজের প্রোফাইল পিকচার বদল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের ছবির বদলে তিনি জাতীয় পতাকার ছবি লাগিয়েছেন প্রোফাইল পিকচারে। প্রসঙ্গত, এর আগে গত রবিবার মন কি বাত অনুষ্ঠানে তিনি ভারতের সবাইকে আহ্বান করেছিলেন যাতে ২ থেকে ১৫ অগস্ট পর্যন্ত প্রত্যেকে তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলির 'প্রোফাইল পিকচার'-এ জাতীয় পতাকা বা তিরঙ্গার ছবি রাখেন। সেই মতো আজ সকালে নিজের প্রফাইল পিকচার বদলে ফেলেন নরেন্দ্র মোদী।

এক টুইট বার্তায় মোদী লেখেন, ‘এটি একটি বিশেষ ২ অগস্ট! এমন এক সময়ে যখন আমরা আজাদি কা অমৃত মহোৎসব উদযাপন করছি। আমাদের জাতি ‘হরঘর তিরাঙ্গা’র জন্য প্রস্তুত। আমাদের তেরঙাকে উদযাপন করার জন্য এটি একটি সম্মিলিত আন্দোলন। আমি আমার সোশ্যাল মিডিয়া পেজে ডিপি পরিবর্তন করেছি এবং আপনাদের সকলকে একই কাজ করার জন্য অনুরোধ করছি।’ পিঙ্গালি ভেঙ্কাইয়ার জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পিঙ্গালি ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন।

টুইটে প্রধানমন্ত্রী লেখেন, ‘আমি মহান পিঙ্গালি ভেঙ্কাইয়াকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই। আমাদের দেশকে তেরঙ্গা দেওয়ার জন্য আমরা চিরকাল তাঁর কাছে ঋণী থাকব। আমরা খুব গর্বিত আমাদের তেরঙ্গা নিয়ে। তেরঙা থেকে শক্তি ও অনুপ্রেরণা নিয়ে আমরা যেন জাতির উন্নতির জন্য কাজ করে যেতে পারি।’

আরও পড়ুন: 'বাবা হতে চাই, স্ত্রীর কাছে যাব,'প্যারোলে মুক্তি চেয়ে বন্দিদের গোছা গোছা আবেদন

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শাসকদলের সভাপতি জে পি নড্ডা সহ অন্যান্য সিনিয়র বিজেপি নেতারাও প্রধানমন্ত্রীকে অনুসরণ করে তাঁদের ডিসপ্লে ছবি পরিবর্তন করে ‘তেরঙ্গা’ লাগান। অনেক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এই একই কাজ করেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইরা নিজেদের প্রোফাইল পিকচার বদলে ফেলেন আজ সকালেই।

এর আগে গত রবিবার মন কি বাত অনুষ্ঠানে মোদী বলেছিলেন, ‘জীবনের নানা স্তর এবং সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে উঠে আসা মানুষজন দেশের কোথাও না কোথাও, কোনও না কোনও অনুষ্ঠানে সামিল হয়েছেন৷ যখন আমাদের দেশ স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ করবে, আমরা সকলে এক গৌরবময় এবং ঐতিহাসিক আন্দোলনের সাক্ষী থাকব৷ আসুন, আমরা এই আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যাই৷ আমাদের প্রত্যেকের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই আন্দোলনে সামিল হই।’

বন্ধ করুন