ডোনাল্ড ট্রাম্পের ওপর প্রাণনাশী হামলার কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্ট করেন মোদী। সেখানে তিনি লেখেন, 'আমার বন্ধু, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার খবর শুনে গভীর ভাবে উদ্বিগ্ন আমি। এই হামলার কড়া ভাষায় নিন্দা জানাচ্ছি আমি। রাজনীতি এবং গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই। আমি আশা করছি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। এই হামলায় যে মার্কিন নাগরিক মারা গিয়েছেন, তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।' (আরও পড়ুন: তাঁর 'বন্দুক নীতি' বদলের প্রতিশ্রুতি দেওয়া ট্রাম্প আজ গুলিবিদ্ধ,কী বললেন বাইডেন?)
আরও পড়ুন: বন্দুকবাজের হামলা গা সওয়া আমেরিকার, ২০২৪-এর ৬ মাসে ৩০০ পার ঘটনায় মৃত প্রায় ৪০০
উল্লেখ্য, পেনসিলভেনিয়ার বাটলারে এক নির্বাচনী জনসভা চলাকালীন গুলি চলে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে। সেই ঘটনার পরই রক্তাক্ত অবস্থায় ডোনাল্ড ট্রাম্পকে ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয়। পরে সিক্রেট সার্ভিসের তরফ থেকে জানানো হয়, ডোনাল্ড ট্রাম্প এখন সুস্থ রয়েছেন। এদিকে ডোনাল্ড ট্রাম্প জানান, তাঁর কান ঘেঁষে গুলি চলে গিয়েছে। এদিকে হামলাকারী বন্দুকবাজকে খতম করা হয়েছে বলে জানা গিয়েছে। অপরদিকে এই গুলি চালানোর ঘটনায় জনসভায় আগত একজনের মৃত্যু হয়েছে। আরও একজন গুরুতর ভাবে জখম অবস্থায় হাসপাতালে ভরতি আছেন বলে জানা গিয়েছে। (আরও পড়ুন: গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে গিয়েও উঠে দাঁড়ালেন ট্রাম্প, হামলা নিয়ে কী বললেন তিনি?)
ভিডিয়ো দেখুন: ট্রাম্পকে খুনের চেষ্টা, প্রাক্তন প্রেসিডেন্টের কান ঘেঁষে গেল গুলি, দেখুন ভিডিয়ো
এই ঘটনার ফুটেজে দেখা গিয়েছে, ডোনাল্ড ট্রাম্প মাটিতে লুটিয়ে পড়ছেন এবং গুলির শব্দ শুনে নিরাপত্তা কর্মকর্তারা তাঁকে ঘিরে ফেলছেন। তখন ট্রাম্পের মুখে রক্তাক্ত। সেই অবস্থায় তাঁকে সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। এই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই গুলি চালনার ঘটনার নিন্দা জানিয়েছেন। পরে সিক্রেট সার্ভিস জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প 'ভালো আছেন'। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হামলাকারীকে গুলি করে হত্যা করে। এ ঘটনাকে হত্যার চেষ্টা হিসেবে গণ্য করে তদন্ত শুরু করছেন গোয়েন্দারা। এফবিআই এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলি গুলি চালানোর ঘটনায় তদন্ত শুরু করতে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে।
এদিকে এই ঘটনার পরে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট লিখেছেন বাইডেন। তাঁর কথায়, 'পেনসিলভেনিয়ায় ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে গুলি চলার ঘটনার খবরটি শুনেছি। ট্রাম্প আপাতত নিরাপদে আছেন এবং ভালো আছেন। আমি এটা শুনে নিশ্চিন্ত হয়েছি।' বাইডেন সোশ্যাল মিডিয়া বার্তায় আরও লেখেন, ট্রাম্প, এবং তাঁর পরিবার এবং সমাবেশে যাঁরা ছিলেন, তাঁদের জন্য প্রার্থনা করছি। ঠিক কী ঘটেছে, সেই সংক্রান্ত বিশদ তথ্যের জন্য অপেক্ষা করছি। ট্রাম্পকে নিরাপদে সেখান থেকে বের করে আনায় সিক্রেট সার্ভিসের ওপর জিল এবং আমি কৃতজ্ঞ। আমেরিকায় এ ধরনের হিংসার কোনও ঠাঁই নেই। এ ধরনের ঘটনার নিন্দা করার ক্ষেত্রে আমাদের একজোট থাকতে হবে।' এদিকে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও এই হামলার নিন্দা জানিয়েছেন। তাঁর কথায়, 'আমাদের গণতন্ত্রে রাজনৈতিক হিংসার কোনও জায়গা নেই।'