২০১৪ সালে তাঁকে শপথ গ্রহণ করিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সেই মানুষটার প্রয়াণে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানালেন, তাঁর মৃত্যুতে গোটা দেশ শোকে বিহ্বল হয়ে পড়েছে।
টুইটারে মোদী বলেন, ‘ভারতরত্ন শ্রী প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকাহত ভারত। আমাদের দেশের উন্নয়নের গতিপ্রকৃতিতে তিনি এক অবিস্মরণীয় ছাপ রেখে গিয়েছেন। একজন অসাধারণ পণ্ডিত, এক গৌরবময় রাষ্ট্রনায়ক (ছিলেন তিনি)। রাজনীতির সব মহল এবং সমাজের সব শ্রেণীতে তিনি প্রশংসিত হয়েছেন।’
দীর্ঘ টুইটবার্তায় রাজনীতিবিদ, সাংসদ ও প্রাক্তন রাষ্ট্রপতি হিসেবে প্রণববাবুর দক্ষতা ও অসামান্য প্রজ্ঞার কথা স্মরণ করেন মোদী। তিনি বলেন, 'কয়েক দশকের দীর্ঘ রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং কৌশলগত মন্ত্রকে দীর্ঘস্থায়ী অবদান রেখে গিয়েছেন শ্রী প্রণব মুখোপাধ্যায়। উনি একজন অসামান্য সাংসদ ছিলেন। সর্বদা প্রস্তুত থাকতেন। অত্যন্ত স্পষ্টবক্তার পাশাপাশি মজাদার ব্যক্তিও ছিলেন।'
মোদী জানান, প্রথম দফার প্রধানমন্ত্রিত্বের সময় তাঁকে সমর্থন জুগিয়েছিলেন প্রণববাবু। দেখিয়েছিলেন সামনের পথ। যিনি সেই সময় দেশের রাষ্ট্রপতি ছিলেন। মোদীর কথায়, '২০১৪ সালে আমি দিল্লিতে নতুন ছিলাম। প্রথম দিন থেকেই শ্রী প্রণব মুখোপাধ্যায়ের পথপ্রদর্শন (গাইডেন্স), সমর্থন এবং আশীর্বাদ পেয়ে আমি ধন্য বোধ করেছিলাম। ওঁনার সঙ্গে আমার সাক্ষাতের স্মৃতি সর্বদা রোমন্থন করব। তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং দেশজুড়ে তাঁর সমর্থকদের সমবেদনা জানাচ্ছি। ওম শান্তি।'
প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পর তিন বছর রাষ্ট্রপতি হিসেবে প্রণববাবুকে কীভাবে দেখেছিলেন, তাও জানান মোদী। তিনি বলেন, 'ভারতের রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রপতি ভবনকে সাধারণ মানষের আরও নাগালে এনে দিয়েছিলেন শ্রী প্রণব মুখোপাধ্যায়। তিনি রাষ্ট্রপতির বাসভবনকে শিক্ষা, উদ্ভাবন, সংস্কৃতি এবং বিজ্ঞানের কেন্দ্রে পরিণত করেছিলেন। গুরুত্বপূর্ণ নীতিতে তাঁর পরামর্শ আমি কখনও ভুলব না।'