বাংলা নিউজ > ঘরে বাইরে > জোড়া ডেপুটির মধ্যেই নীতিশকে অভিনন্দন, ‘এনডিএ পরিবার’ হিসেবে কাজের বার্তা মোদীর

জোড়া ডেপুটির মধ্যেই নীতিশকে অভিনন্দন, ‘এনডিএ পরিবার’ হিসেবে কাজের বার্তা মোদীর

বিহারের নির্বাচনের প্রচারে নরেন্দ্র মোদী ও নীতিশ কুমার (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)

মুখ্যমন্ত্রী হলেন নীতিশ কুমারই। তবে সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে বিজেপির দুই উপমুখ্যমন্ত্রীকে।

মুখ্যমন্ত্রী হলেন নীতিশ কুমারই। তবে সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে বিজেপির দুই উপমুখ্যমন্ত্রীকে। তাতে জল্পনা বাড়লেও নীতিশের নেতৃত্বাধীন সরকারকে ‘এনডিএ পরিবার’ হিসেবে চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে নীতিশকে অভিনন্দনও জানান তিনি।

সোমবার একেবারে সাদামাঠা অনুষ্ঠানে রাজভবনে শপথবাক্য পাঠ করেন নীতিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা-সহ বিজেপির প্রথম সারির একাধিক নেতার উপস্থিতিতে নীতিশের পরেই শপথ নেন তারকিশোর এবং রেণু। তাতে রাজনৈতিক মহলে যথারীতি জল্পনা শুরু হয়। 

তারইমধ্যে টুইটারে মোদী বলেন, ‘বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য নীতিশ কুমারজিকে অভিনন্দন। বিহার সরকারের মন্ত্রী হিসেবে যাঁরা শপথ নিয়েছেন, তাঁদেরও অভিনন্দন জানাচ্ছি। বিহারের উন্নয়নে একসঙ্গে কাজ করবে এনডিএ পরিবার। বিহারের কল্যাণে কেন্দ্রের তরফে যাবতীয় সাহায্যের বিষয়ে আশ্বস্ত করছি।’

মোদী ‘এনডিএ পরিবার’-এর কথা বললেও নীতিশকে খোঁচা দিতে ছাড়েননি এলজেপির চিরাগ পাসোয়ান। তিনি বলেন, 'আবারও মুখ্যমন্ত্রী হওয়ায় নীতিশ কুমারকে অভিনন্দন। আমার আশা, সরকার পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করবেন এবং আপনি এনডিএয়ের মুখ্যমন্ত্রী থাকবেন।' 

তবে সাহসী মুখ তুলে ধরার চেষ্টা করেন নীতিশ। রাজভবনের বাইরে এনডিএ জোটের সাফল্য তুলে ধরেন। বলেন, 'মানুষের সিদ্ধান্তে রাজ্যে আবারও সরকার গঠন করেছে এনডিএ। আমরা একসঙ্গে কাজ করব এবং মানুষের সেবা করব।'

সবমিলিয়ে সোমবার নয়া মন্ত্রিসভার ১৪ জন সদস্য শপথ নিয়েছেন। তাঁদের মধ্যে সাতজন বিজেপির এবং পাঁচজন জেডিইউয়ের। এছাড়াও হিন্দুস্তানি আওয়াম মোর্চা এবং বিকাশশালী ইনসান পার্টির একজন করে সদস্য মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন।

বন্ধ করুন