বাংলা নিউজ > ঘরে বাইরে > Guwahati-NJP Vande Bharat: চোখের নিমেষে জলপাইগুড়ি থেকে গুয়াহাটি! ফ্ল্যাগ অফ করলেন PM Modi

Guwahati-NJP Vande Bharat: চোখের নিমেষে জলপাইগুড়ি থেকে গুয়াহাটি! ফ্ল্যাগ অফ করলেন PM Modi

ফাইল ছবি: পিটিআই (PTI)

ট্রেনটি অসমের গুয়াহাটি থেকে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি (NJP) পর্যন্ত চলবে। হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস এবং হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের পরে, এটিই পশ্চিমবঙ্গের তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস হতে চলেছে। মঙ্গলবার বাদ দিয়ে, সপ্তাহে ছয় দিন করে এই ট্রেন চলাচল করবে।

সোমবার সোমবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ১৮তম বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসম এবং ভারতের উত্তর-পূর্ব অংশে পৌঁছে যেতে চলেছে এই ট্রেন। ভারতের এই অংশে এটিই প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেনটি অসমের গুয়াহাটি থেকে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি (NJP) পর্যন্ত চলবে। হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস এবং হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের পরে, এটিই পশ্চিমবঙ্গের তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস হতে চলেছে। মঙ্গলবার বাদ দিয়ে, সপ্তাহে ছয় দিন করে এই ট্রেন চলাচল করবে। আরও পড়ুন: High Speed Vande Bharat Express: হাওড়া থেকে ২৪০ কিমি বেগে ছুটতে পারে বন্দে ভারত এক্সপ্রেস! মেগা পরিকল্পনা রেলের

গুয়াহাটি-NJP বন্দে ভারত এক্সপ্রেস (ট্রেন নম্বর-22228)

গুয়াহাটি থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত যাবে এই ট্রেন। ৫ ঘন্টা ৩০ মিনিটেই এই রাস্তা কভার করবে ট্রেনটি। বর্তমানে দ্রুততম ট্রেনেও (ডিব্রুগড়-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস) এই একই রুট কভার করতে ৬ ঘন্টা ৩০ মিনিট সময় নেয়।

অত্যাধুনিক এই ট্রেনের কারণে এই অঞ্চলের মানুষ অনেক বেশি দ্রুত এবং আরামদায়কভাবে যাতায়াত করতে পারবেন। এর ফলে এই অঞ্চলের পর্যটনও উন্নত হবে। গুয়াহাটিকে নিউ জলপাইগুড়ির সঙ্গে সংযুক্ত করবে এই ট্রেন।

গুয়াহাটি থেকে বিকেল সাড়ে চারটেয় এই ট্রেন ছাড়বে। ৪০৯ কিলোমিটার দূরত্ব। রাত দশটায় ট্রেন NJP এসে ঢুকবে। মাঝে ট্রেন কামাখ্যা, নিউ বোঙ্গাইগাঁও, কোকরাঝাড়, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহারে থামবে। আরও পড়ুন: Vande Bharat: কোচবিহারে দাঁড়াবে বন্দে ভারত, কৃতিত্ব কার? দড়ি টানাটানিতে নেমে পড়ল TMC-BJP

এদিকে, NJP-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস (ট্রেন নং-22227) NJP থেকে সকাল ৬টা ১০-এ শুরু হবে। দুপুর ১১.৪০-এই গুয়াহাটিতে পৌঁছে যাবেন। মাঝে নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, কোকরাঝাড়, নিউ বোঙ্গাইগাঁও, কামাখ্যাতে থামবে।

ভারতীয় রেল বর্তমানে ২১টি রাজ্যে মোট ৩৪ ট্রেন চালাচ্ছে। আগামী জুনের মধ্যে আরও সাতটি রাজ্যে কমপক্ষে একটি করে বন্দে ভারত চালানোর লক্ষ্য নির্ধারণ করেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন ১৮২ কিলোমিটার জুড়ে নতুন বিদ্যুত সরবরাহপ্রাপ্ত অংশেরও উদ্বোধন করবেন। এক সরকারি বিবৃতি অনুসারে, এই উচ্চ গতিতে চলা ট্রেনের মাধ্যমে দূষণমুক্ত পরিবহন ব্যবস্থা প্রদান করা হবে। সেই সঙ্গে এটি ট্রেনের চলার সময়ও হ্রাস করতে সাহায্য করবে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

পরবর্তী খবর

Latest News

ভ্যাপসা গরমের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! কোন কোন জেলায়? কোনগুলি শুষ্ক থাকবে? ২৩১ রান ও ৫ উইকেট- ‘১৯ নভেম্বরের জুটি’-র তাণ্ডবে ৪৪ ওভারেই ৩১৬ তুলে জিতল অজিরা! Tata Steel World 25K Kolkata: ডিসেম্বরই শহরে বসছে আন্তর্জাতিক ম্যারাথন ইতালির হয়ে খেলেন ১৬ ম্যাচ, তাতেই ১৯৯০ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা, প্রয়াত তোতো রান-আউটই করে দিচ্ছিলেন! পন্তের কাছে ক্ষমা চাইলেন যশস্বী, পরে ডোবাচ্ছিলেন ঋষভ RG কর দুর্নীতিতে কীভাবে ‘গরিবের ডাক্তার’-র ডাক্তারের নাম জড়াল? হতবাক স্থানীয়রা নম্বরে গরমিল, রিভিউ পিটিশন করতে পারে SSC, উচ্চপ্রাথমিকে নিয়োগে ফের জটিলতা 'এরা মুখ দিয়েই বাতকর্ম ক্রিয়া করে', পরম-স্বস্তিকা-দেবলীনাদের কটাক্ষ, পালটা কুণাল ‘নিজেকে এলিয়েন মনে হয় না, ভাগ্যিস….’, লেভার কাপের কেন এরকম বললেন ফেডেরার? ‘তিন নম্বরে তোমায় দরকার’: রোহিত-গিল-কোহলির ব্যর্থতার পরেই ভাইরাল পূজারার ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.