বাংলা নিউজ > ঘরে বাইরে > PM Modi Ganesh Arati Video: পরনে গেরুয়া, পীযূষের বাসভবনে গণেশ আরতি প্রধানমন্ত্রী মোদীর, দেখুন ভিডিয়ো

PM Modi Ganesh Arati Video: পরনে গেরুয়া, পীযূষের বাসভবনে গণেশ আরতি প্রধানমন্ত্রী মোদীর, দেখুন ভিডিয়ো

পীযূষের বাসভবনে গণেশপুজোয় প্রধানমন্ত্রী মোদী।

পীযূষের বাসভবনে গণেশপুজোয় অংশ নিতে যান প্রধানমন্ত্রী মোদী। সেখানে তিনি সিদ্ধিদাতারকে আরতি দেখান। দেখুন সেই ভিডিয়ো।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার সন্ধ্যায় জাতীয় রাজধানীতে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের বাসভবনে গিয়ে গণেশ চতুর্থীর পুজোতে অংশ গ্রহণ করেন। সেখানে সিদ্ধিদাতার সামনে প্রার্থনা করেন প্রধানমন্ত্রী। এর আগে, গতকাল প্রধানমন্ত্রী মোদী দেশবাসীকে গণেশ পুজোর অনুষ্ঠান উপলক্ষে অভিনন্দন জানায়েছিলেন। গতকাল এক টুইটে প্রধানমন্ত্রী লেখেন, ‘দয়া এবং ভ্রাতৃত্বের চেতনা সর্বদা বিরাজ করবে। গণপতি বাপ্পা মোরিয়া! গণেশ চতুর্থীর শুভেচ্ছা। ভগবান শ্রী গণেশের আশীর্বাদ সর্বদা আমাদের উপর থাকুক।’

এই আবহে বুধবার বিকেলে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গণেশ পুজো উপলক্ষে কেন্দ্রীয় মন্ত্রী আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রীকে। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী পৌঁছে যান পীযূষের বাড়ি। তাঁর পরনে ছিল গেরুয়া পঞ্জাবি, সাদা ধূতি। সেখানে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী পিযূষ গোয়েল ও তাঁর স্ত্রী। প্রতিমা দর্শনের পর প্রধানমন্ত্রী নিজে আরতিও করেন।

এরপর নিজের সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী মোদী ছবি পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘গণেশ চতুর্থীর মহৎ উৎসবে আমি উপস্থিত হয়েছিলাম আমার সহকর্মী পীযূস গোয়েলের বাড়িতে। ভগবান শ্রী গণেশের আশীর্বাদ সর্বদা আমাদের সঙ্গে থাকুক।’

বন্ধ করুন