ভোজপুরী গানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানিয়েছে মরিশাস।জাতীয় দিবস উদযাপনে প্রধান অতিথি হিসেবে এই দেশে আমন্ত্রিত মোদী। তবে শুধু আমন্ত্রণ রক্ষা নয়, ভারত থেকে মরিশাসে একগুচ্ছ উপহার নিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার মরিশাসের প্রেসিডেন্ট ধরমবীর গোখুল ও তাঁর স্ত্ৰীর হাতে সেই উপহারগুলি তুলে দেন প্রধানমন্ত্রী মোদী।
সম্প্রতি প্রয়াগরাজে সমাপ্তি হয়েছে মহাকুম্ভের। মরিশাসের প্রেসিডেন্টের হাতে পিতল ও তামার পাত্রে করে সেই মহাকুম্ভের পবিত্র সঙ্গম জল উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী।এছাড়াও মরিশাসের প্রেসিডেন্ট ধরম গোখুলকে বিহারের প্রসিদ্ধ খাবার ‘মাখানা’ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।পাশাপাশি মরিশাসের প্রেসিডেন্ট ধরম গোখুলের স্ত্রীকে সাদেলি বাক্সে করে একটি বেনারসি শাড়ি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারানসী থেকে উৎপত্তি হওয়া বেনারসি শাড়িটি বিলাসিতা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক, যা এর সূক্ষ্ম সিল্ক, জটিল ব্রোকেড এবং বিলাসবহুল জরি কাজের জন্য পরিচিত। এই সূক্ষ্ম শাড়িটি রাজকীয় নীল রঙে পাওয়া যায়, যা রূপালী জরি মোটিফ, একটি প্রশস্ত জরি পাড় এবং একটি সমৃদ্ধভাবে বিস্তারিত পাল্লু দিয়ে সজ্জিত, যা এটিকে বিবাহ, উৎসব এবং জমকালো উদযাপনের জন্য আদর্শ করে তোলে।উপহারে ধরা দিয়েছে গুজরাটি ঐতিহ্যও। গুজরাট থেকে আনা সাদেলি বক্সের মধ্যেই ওই শাড়ি উপহার দেন মোদী।
সোমবার মধ্যরাতে দিল্লি থেকে পূর্ব আফ্রিকার দ্বীপরাষ্ট্র মরিশাসের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।মঙ্গলবার সকালে মরিশাসে পৌঁছেছেন তিনি। সে দেশের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার আগে মরিশাসের প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলামের সঙ্গেও দেখা করেন তিনি। যোগ দেন স্যর শিবসাগর রামগুলাম বোটানিক্যাল গার্ডেনের বৃক্ষরোপণ কর্মসূচিতে।এদিন শুরুতেই প্রধানমন্ত্রী মরিশাসের প্রতিষ্ঠাতা স্যর শিবসাগর রামগুলামের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। একইসঙ্গে সে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রধানমন্ত্রী অনিরুদ্ধ জগন্নাথের সমাধিতেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মরিশাস সফর নিয়ে ইতিমধ্যে এক্স হ্যান্ডেলে একগুচ্ছ পোস্টও করে ফেলেছেন নরেন্দ্র মোদী। একটি পোস্টে তিনি লিখছেন, ‘প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলামের সঙ্গে স্যর শিবসাগর রামগুলাম বোটানিক্যাল গার্ডেন পরিদর্শন করে খুবই ভাল লাগছে। এখানে জীববৈচিত্র্যের এক প্রাণবন্ত সংগ্রহ রয়েছে। এই বোটানিক্যাল গার্ডেনটি অসাধারণ।’