বাংলা নিউজ > ঘরে বাইরে > দলাই লামার সঙ্গে ফোনে ২০ মিনিট কথা মোদীর, জানালেন জন্মদিনের শুভেচ্ছা

দলাই লামার সঙ্গে ফোনে ২০ মিনিট কথা মোদীর, জানালেন জন্মদিনের শুভেচ্ছা

দলাই লামার সঙ্গে নরেন্দ্র মোদী (ফাইল ছবি)

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন ১৪তম দলাই লামাকে ফোন করে তাঁর ৮৬তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বার্তা জানালেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন ১৪তম দলাই লামাকে ফোন করে তাঁর ৮৬তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বার্তা জানালেন। পরে সেই কথা নিজেই টুইট করে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, এদিন প্রধানমন্ত্রী দলাই লমার সঙ্গে ২০ মিনিট ধরে কথা বলেন।

পরে টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, ‘সম্মানীয় দলাই লামার সঙ্গে এদিন ফোনে কথা হয়েছে। তাঁর ৮৬তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালাম। আমরা তাঁর দীর্ঘ এবং সুস্থ জীবনের জন্য প্রার্থনা করি।’

এদিকে দলাই লামা এদিন বলেন, 'আমি যবে থেকে ভারতে শরণার্থী হিসেবে এসেছি তবে থেকে এখানকার স্বাধীনতা এবং ধর্মীয় সম্প্রীতির পূর্ণ লাভ উঠিয়েছি। আমি সবাইকে নিশ্চিত করে জানাতে চাই যে, আমি আর যতদিন বেঁচে থাকব, ততদিন ভরতীয় প্রাচীন জ্ঞানকে পুনরুজ্জীবিত করার চেষ্টা চালিয়ে যাব।'

তিনি আরও বলেন, 'আমি ভারতের ধর্মনিরপেক্ষতার কদর করি। এদেশ ধর্মের উপর নির্ভরশীল নয়। এই দেশ করুণা, সততা এবং অহিংসার উপর ভিত্তি করে গড়ে উঠেছে।'

উল্লেখ্য, গত ৬২ বছর ধরে ভারতে শরণার্থী হয়ে বসবাস করেন ১৪তম দলাই লামা। তাঁর আসল নাম তেনজিং গ্যাতসো। তিনি তিব্বতীদের পরিচয় রক্ষার্থে সারা জীবন ধরে লড়াই করে গিয়েছেন।

 

বন্ধ করুন