বাংলা নিউজ > ঘরে বাইরে > Modi greets students on CBSE: সিবিএসইর দ্বাদশের ফল প্রকাশের পর ‘এক্সাম ওয়ারিয়র’ দের শুভেচ্ছা মোদীর, টুইটে আরও যা লিখলেন

Modi greets students on CBSE: সিবিএসইর দ্বাদশের ফল প্রকাশের পর ‘এক্সাম ওয়ারিয়র’ দের শুভেচ্ছা মোদীর, টুইটে আরও যা লিখলেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (Photo: AFP) (MINT_PRINT)

দ্বাদশের এই বোর্ড পরীক্ষা যাঁরা পাশ করেছেন তাঁদের সকলকে প্রধানমন্ত্রী জানিয়েছেন অভিনন্দন।

সিবিএসই ২০২৩ সালের দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল প্রকাশের পর ‘এক্সাম ওয়ারিয়র’ (পরীক্ষার যোদ্ধা)দের প্রতি শুভেচ্ছা বার্তা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বাদশের এই বোর্ড পরীক্ষা যাঁরা পাশ করেছেন তাঁদের সকলকে প্রধানমন্ত্রী জানিয়েছেন অভিনন্দন।

জীবনের বড় পরীক্ষাগুলির মধ্যে অন্যতম হল দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা। এই সময়কালে একজন কৈশোর কাটিয়ে তারুণ্যের পথে যাওয়ার সন্ধিক্ষণ এই পরীক্ষা। এই পরীক্ষার পড়াশোনার মধ্যে দিয়েই পরিণত মনস্কতার প্রতি এগোয় পড়ুয়ারা। আর সেই পরীক্ষায় যাঁরা সাফল্য পেয়েছেন, তথা উত্তীর্ণ হয়েছেন, তাঁদের সকলকে শুভেচ্ছা জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সিবিএসইর ২০২৩ সাবের দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল প্রকাশিত হতেই প্রধানমন্ত্রী টুইট করেন। তিনি নিজের টুইটে লেখেন, ‘ আমি শুভেচ্ছা জানাই পরীক্ষা যোদ্ধাদের যাঁরা সফলভাবে সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশ করেছেন। আমি এই তরুণদের কঠোর পরিশ্রম ও সংকল্পবোধ নিয়ে গর্বিত। আমি অভিনন্দন জানাই সমস্ত শিক্ষক ও অভিভাবকদের তাঁদের এমন সৌধসম অবদানের জন্য যা তাঁরা দিয়েছেন পড়ুয়াদের সাফল্যের জন্য।’

তবে শুধু যে এই পরীক্ষায় যাঁরা সফল হয়েছেন, তাঁদের প্রতিই নয়, প্রধানমন্ত্রী উৎসাহব্যাঞ্জক বার্তা দিয়েছেন, তাঁদের প্রতিও যাঁরা এই পরীক্ষায় মনের মতো ফলাফল করতে পারেননি। প্রধানমন্ত্রী তাঁর টুইটে লিখছেন,' যাঁরা মনে করছেন, তাঁরা দ্বাদশের বোর্ড পরীক্ষায় আরও ভালো করতে পারতেন, তাঁদের প্রতিও আমি বলতে চাই, আগামী দিনে আপনাদের আরও অনেক কিছু নিয়ে এগোনোর রয়েছে। একটা মাত্র পরীক্ষা দিয়ে কাউকে ব্যখ্যা করা যায় না। যে দিকগুলো আপনার পছন্দের, সেখানে পরিশ্রম করুন, আপনি উজ্জ্বল হবেন।'

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও তাঁর বার্তায় আশা ও উৎসাহব্যাঞ্জক বক্তব্য রেখেছেন। উল্লেখ্য, শুক্রবার দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সিবিএসই। এই বছরের পরীক্ষায় ৮৭.৩৩ শতাংশ পরীক্ষার্থী সফল হয়েছেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

 

 

 

বন্ধ করুন