বাংলা নিউজ > ঘরে বাইরে > PM Modi in Germany: 'ভারতীয় গণতন্ত্রের প্রাণবন্ত ইতিহাসে কালো ছোপ', জার্মানিতে দাঁড়িয়ে খোঁচা মোদীর

PM Modi in Germany: 'ভারতীয় গণতন্ত্রের প্রাণবন্ত ইতিহাসে কালো ছোপ', জার্মানিতে দাঁড়িয়ে খোঁচা মোদীর

জার্মানিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (ছবি সৌজন্যে, টুইটার @MEAIndia)

PM Modi in Germany: ১৯৭৫ সালের ২৫ জুন জরুরি অবস্থার ঘোষণা করেছিল ইন্দিরা গান্ধী সরকার। জার্মানিতে সেই প্রসঙ্গ টেনে আনেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘ভারতীয় গণতন্ত্রের প্রাণবন্ত ইতিহাসের কালো ছোপ।’

জার্মানির মিউনিখে জরুরি অবস্থা নিয়ে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘ভারতীয় গণতন্ত্রের প্রাণবন্ত ইতিহাসের কালো ছোপ।’

জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে রবিবার সকালে মিউনিখে পৌঁছান মোদী। সেখানে তাঁকে সাদরে অভ্যর্থনা জানান প্রবাসী ভারতীয়রা। পরে মিউনিখে প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে নিজের সরকারের প্রশংসায় পঞ্চমুখ হন মোদী। সেই রেশ ধরেই ১৯৭৫ সালের জরুরি অবস্থার সমালোচনা করেন।  

আরও পড়ুন: PM Modi in Munich: সুরের ঝঙ্কার বাভেরিয়ান ব্যান্ডের, 'মোদী' স্লোগানে জার্মানিতে পেলেন রাজকীয় অভ্যর্থনা

মোদী বলেন,  ‘আজ ২৬ জুন (১৯৭৫ সালের ২৫ জুন জরুরি অবস্থার ঘোষণা করেছিল ইন্দিরা গান্ধী সরকার)। ৪৭ বছর আগে যেদিন ভারতের গণতন্ত্রকে পদদলিত এবং গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। যা প্রত্যেক ভারতীয়ের ডিএনএতে আছেন। ভারতীয় গণতন্ত্রের প্রাণবন্ত ইতিহাসের কালো ছোপ।’

মিউনিখে মোদীকে সাদর অভ্যর্থনা

মোদীকে রাজকীয় অভ্যর্থনা জানানো হয় জার্মানিতে। বাজানো হয় ঐতিহ্যবাহী বাভেরিয়ান ব্যান্ড। মিউনিখে অবতরণের পর মোদীকে সাদরে অভ্য়র্থনা জানানো হয়। বিমানবন্দরে সুরের ঝঙ্কার তোলে বাভেরিয়ান ব্যান্ড। সেইসময় রীতিমতো উচ্ছ্বসিত দেখায় মোদীকে। হাততালি দেন। 

আরও পড়ুন: UP: উপনির্বাচনে ভরাডুবি সমাজবাদী পার্টির, খোঁচা ওয়াইসির,'অখিলেশের দল অকাজের'

তারইমধ্যে মোদীকে অভ্যর্থনা জানান ভারতীয় বংশোদ্ভূতরাও। মোদীকেও খুদেদের সঙ্গে আলাপচারিতে সারতে দেখা যায়। মোদী বলেন, ‘জি-৭ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনার জন্য উন্মুখ হয়ে আছি।’ উল্লেখ্য, আজ ও আগামিকাল জি-৭ সম্মেলন হবে। এবারের আয়োজক দেশ জার্মানি।

বন্ধ করুন