ভয়াবহ ভূমিধসে বিপর্যস্ত কেরলের ওয়েনাড়। সেখানে ২২৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ভূমিধসে আক্রান্ত এলাকা এদিন পরিদর্শনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভূমিধস ঘিরে গত ৩০ জুলাই থেকে করুণ পরিস্থিতি ওয়েনাড়ের চুরমালা, মুন্ডাক্কি, মেপ্পাডি এলাকায়। সেখানে মৃতদেহ উদ্ধারের পাশাপাশি ৪০৩ টি দেহখণ্ডও উদ্ধার হয়েছে বলে খবর। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা ও ত্রাণের পদক্ষেপ নিয়েছে কেরল সরকার। এছাড়াও কেরল সরকার কেন্দ্রের কাছ থেকে ২০০০ কোটি টাকার সাহায্য চেয়েছে। এরপরই শনিবার কেরলের ওয়েনাদে পরিস্থিতি পরিদর্শন করতে আসেন নরেন্দ্র মোদী।
কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপী, কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খানের সঙ্গে আকাশপথে ওয়েনাড়ের বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন নরেন্দ্র মোদী। প্রথমে তিনি আকাশপথে পরিদর্শন করেন। পরে তিনি, সড়ক পথে ত্রাণ শিবিরের উদ্দেশে রওনা হন। এদিকে, কেরলে ধস বিধ্বস্ত ওয়েনাড়ে পুনর্বাসনের জন্য ২০০০ কোটি টাকার সহায়তা কেন্দ্রের কাছে চেয়েছে কেরল সরকার। এই অর্থের দ্বারা তারা এলাকায় ত্রাণের কাজ করতে চায় বলে জানিয়েছে। প্রসঙ্গত, কেরলের কালাপেট্টায় এসকেএমজে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রয়েছে ত্রাণ শিবির। সেখানেও বাসিন্দাদের সঙ্গে কথআ বলতে চলেছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, কেরলের ওয়েনাদে ভূমিধসে শুধু মৃতের সংখ্যাই ভয়াবহ নয়, এখনও নিখোঁজ বহু। ওয়েনাদের যে জায়গায় এই ভূমিধস হয়েছে, সেখান থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত রয়েছে পুথুমালা। সেখানে উদ্ধার হওয়া ৪০৩ টি দেহখণ্ডেরও অন্ত্যেষ্টি ক্রিয়া করা হয়েছে।
এদিকে, কেরল সরকার ঘোষণা করেছে ক্ষতিপূরণ। মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে বিবৃতিতে যোগ করা হয়েছে যে বর্তমানে ত্রাণ শিবিরে থাকা প্রতিটি পরিবার প্রতিটি ১০,০০০ টাকার জরুরি সহায়তা পাবে। আর্থিক সহায়তার অংশ হিসাবে, প্রতিটি পরিবারের দুজন প্রাপ্তবয়স্ক, যাঁরা তাঁদের জীবিকা হারিয়েছেন, তাঁদের ৩০ দিনের জন্য দৈনিক ৩০০ টাকা করে দেওয়া হবে। পরিবারে যাঁদের একজন সদস্য গুরুতর অসুস্থতায় ভুগছেন বা দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তাঁদের পরিবার পিছু তিনজন সদস্যের জন্য একই সহায়তা পাবেন।