ইতিমধ্যে ভারতে বিভিন্ন অর্থনৈতিক কাজকর্ম শুরু হয়েছে। আনলক-১ থেকে অর্থনীতির বেশিরভাগ অংশই খুলে যাবে। সেজন্য দেশবাসীকে আরও সতর্ক থাকতে হবে বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে মোদী বলেন, 'সবরকমের সতর্কতার সঙ্গে বিমান ওড়া শুরু করেছে, ধাপে ধাপে শিল্প চালু হয়েছে, মানে অর্থনীতির একটি অংশ খুলে গিয়েছে। এই পরিস্থিতিতে আমাদের আরও সজাগ থাকতে হবে।'
মোদীর ভাষণের আগের সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, আগামী ৩০ জুন পর্যন্ত কনমেন্টমেন্ট জোনে লকডাউন চলবে। তবে কনটেনমেন্ট জোনের বাইরের এলাকাগুলিতে পর্যায়ক্রমে বিভিন্ন গতিবিধি এবং কাজে বিধিনিষেধ উঠে যাবে।
তবে তার মানেই যে যাবতীয় সচেতনতা-সতর্কতা ফুৎকারে উড়িয়ে দেওয়া নয়, তা চতুর্থ দফার লকডাউনের শেষদিনে স্পষ্ট করে দেন মোদী। নিজের মাসিক রেডিয়ো অনুষ্ঠানে তিনি বলেন, ‘দু'গজ দূরত্বের নিয়ম থাকতে হবে এবং মানুষকে যতটা সম্ভব মাস্ক ব্যবহার করতে হবে, বাড়িতে থাকুন। আপনাদের এগুলি পালন করতে হবে এবং তাতে কোনও ঢিলেমি রাখা চলবে না।’