নারীশক্তি থেকে ক্ষমতায়ন - লালকেল্লার মঞ্চ থেকে মহিলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানালেন, কমিটির রিপোর্টের ভিত্তিতে মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়স নিয়ে উপযুক্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্র।
গত ফেব্রুয়ারিতে সাধারণ বাজেট ঘোষণার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন, মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়স খতিয়ে দেখতে একটি টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে। তা ছ'মাসের মধ্যে নিজেদের রিপোর্ট জমা দেবে। তিনি বলেছিলেন, '১৯২৯ সালের পূর্বতন শারদা আইন সংশোধন করে মেয়েদের বিয়ের বয়স ১৫ বছর থেকে ১৮ বছর করা হয়েছিল। ভারতের উন্নয়নের সঙ্গে সঙ্গে মহিলাদের জন্য উচ্চশিক্ষা এবং চাকরির সুযোগ আরও বেড়েছে। মাতৃত্বকালীন মৃত্যুর হার (এমএমআর) কমানোর পাশাপাশি পুষ্টির মান বাড়ানোর বিষয়গুলিও আছে। একজন মেয়ে মাতৃত্বকালে প্রবেশের বিষয়টিও এখানে বিবেচনা করা উচিত।'
তারপর শনিবার ৭৪ তম স্বাধীনতা দিবসে লালকেল্লার মঞ্চ থেকে মোদী বলেন, ‘মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়স পুনর্বিবেচনা করার জন্য একটি কমিটি গঠন করেছি আমরা। সেই কমিটি রিপোর্ট জমা দেওয়ার পর আমরা উপযুক্ত সিদ্ধান্ত নেব।’