এবার দেশের সীমান্ত ও উপকূলবর্তী এলাকায় শাখা বিস্তার করতে চলেছে এনসিসি (ন্যাশনাল ক্যাডেট কর্পস)। সেজন্য তৈরি করা হবে ক্যাডেট। তাঁদের প্রশিক্ষণ দেবে দেশের তিন বাহিনী। লালকেল্লার মঞ্চ থেকে এমনই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শনিবার ৭৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দিল্লির বিভিন্ন প্রান্ত থেকে এনসিসি ক্যাডেট ও পড়ুয়ারা এসেছিলেন। তাঁদের সামনেই মোদী জানান, ভারতের সীমান্ত ও উপকূলবর্তী এলাকায় ১৭৩ টির মতো জেলা আছে। সেখানকার যুবপ্রজন্মের মানসিক উন্নয়নের কথা মাথায় রেখে এনসিসি তৈরি করা হবে। মোদী বলেন, ‘আমরা এক লাখ নয়া ক্যাডেটকে প্রশিক্ষণ দেব এবং তাঁদের মধ্যে এক-তৃতীয়াংশ মহিলা ক্যাডেট তৈরি করার চেষ্টা করা হবে।’
দেশের তিন বাহিনী নয়া ক্যাডেটদের প্রশিক্ষণ দেবে জানান মোদী। তিনি বলেন, ‘সীমান্ত এলাকায় ক্যাডেটদের প্রশিক্ষণ দেবে সেনা। উপকূলবর্তী এলাকায় তাঁদের প্রশিক্ষণ দেবে নৌবাহিনী। যেখানে কাছাকাছি বায়ুঘাঁটি আছে, সেখানে ক্যাডেটদের প্রশিক্ষণের বন্দোবস্ত করবে বায়ুসেনা। এভাবে সীমান্ত এবং উপকূলবর্তী এলাকায় বিপর্যয় মোকাবিলার জন্য তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। সশস্ত্র বাহিনীতে কেরিয়ার তৈরির জন্য যুবপ্রজন্ম প্রয়োজনীয় দক্ষতা সঞ্চয় করতে পারবেন।’
মোদীর সেই ঘোষণায় অত্যন্ত উচ্ছ্বসিত এনসিসি ক্যাডেটরা। তেমনই একজন ২০ বছরের কপিল চৌধুরী। তিনি বলেন, 'সীমান্ত ও উপকূলবর্তী এলাকায় এনসিসি ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত আমরা খুব খুশি।'