লাদাখে পৌঁছেই জানান, গালওয়ান সংঘর্ষে আহত জওয়ানদের সঙ্গে দেখা করবেন। সেইমতো জওয়ানদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানালেন, বীর জওয়ানদের নমস্কার জানাতেই এসেছেন এবং জওয়ানদের দেখে তিনি নয়া উদ্যম নিয়ে ফিরছেন।
শুক্রবার লেহ'র সেনা হাসপাতালে গিয়ে আহত জওয়ানদের সঙ্গে আলাপচারিতা সারেন। পরে জওয়ানদের উদ্দেশে মোদী বলেন, ‘যে বীররা আমাদের ছেড়ে চলে গিয়েছেন, তাঁরা কোনও কারণ ছাড়া যাননি। আপনারা সবাই মিলে যোগ্য জবাব দিয়েছেন।’
মোদী জানান, বিশ্বের কোনও শক্তির কাছে ভারত যে মাথা নত করেনি, সেই কৃতিত্বের অধিকারী হলেন দেশের জওয়ানরা। প্রধানমন্ত্রীর কথায়, ‘শুধুমাত্র আপনাদের নমস্কার জানাতে এসেছি। আপনাদের ছুঁয়ে, আপনাদের দেখে উদ্যম, অনুপ্রেরণা নিয়ে যাচ্ছি। ভারত আত্মনির্ভর হবে। বিশ্বের কোনও শক্তির সামনে ভারত কখনও মাথা নত করেনি, না কখনও করবে। আর এই কথাটা আমি বলতে পারছি, আপনাদের মতো বীর, সাহসী জওয়ানদের জন্য। আমি আপনাদের প্রণাম করছি এবং আপনাদের জন্ম দেওয়া বীর মায়েদেরও প্রণাম করছি।’
তবে শুধু প্রধানমন্ত্রী নন, সারাদেশই জওয়ানদের প্রতি গর্বিত। তিনি বলেন, ‘আপনারা আহত। আপনারা হাসপাতালে আছেন, তাই হয়তো বুঝতে পারছেন না। কিন্তু ১৩০ কোটি দেশবাসী আপনাদের প্রতি গর্বিত।’ পাশাপাশি তিনি জানান, ভারতীয় সেনার বীরত্বে অবাক হয়ে গিয়েছে বিশ্বের অনেক দেশ। কীভাবে ভারতীয় জওয়ানরা সেই কাজ করলেন, তাঁদের কীভাবে প্রশিক্ষণ হয়েছে, তাও অনেক দেশ জানতে চাইছে বলে মন্তব্য করেন মোদী।