ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
‘ইউকের প্রাক্তন প্রধানমন্ত্রী, ঋষি সুনাক এবং তার পরিবারের সাথে দেখা করা আনন্দদায়ক ছিল! আমরা অনেক বিষয়ে চমৎকার কথোপকথন করেছি। ঋষি সুনাক ভারতের একজন দুর্দান্ত বন্ধু এবং ভারত-ইউকে সম্পর্কের আরও দৃঢ় বিষয়ে উৎসাহী,’ বুধবার প্রধানমন্ত্রী মোদী এক্সে গোটা বিষয়টি লিখেছেন।
ঋষি সুনাক লিখেছেন, 'আমার বন্ধু @narendramodi সাথে দেখা করতে পেরে দুর্দান্ত লাগছে। আমার পরিবারকে এত উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য আপনাকেও ধন্যবাদ! ভারতের জন্য আপনার দৃষ্টিভঙ্গি শুনতে সর্বদা ভালো লাগে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যুক্তরাজ্য-ভারত সম্পর্ক দৃঢ় থেকে দৃঢ় হয়।
মঙ্গলবার সংসদ ভবনেও গিয়েছিল ঋষি সুনাকের পরিবার।
লোকসভা সচিবালয়ের জারি করা সরকারি বিবৃতি অনুযায়ী, ঋষি সুনাক তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি এবং কন্যা কৃষ্ণা ও অনুষ্কাকে নিয়ে সংসদ ভবনে গিয়েছিলেন। তাঁদের সঙ্গে ছিলেন রাজ্যসভার সাংসদ সুধামূর্তি।
লোকসভার সেক্রেটারি জেনারেল উৎপল কুমার সিং সুনাক ও তাঁর পরিবারকে স্বাগত জানিয়েছেন। রাজ্যসভার সেক্রেটারি জেনারেল পি সি মোদীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সফরকালে সুনাক পরিবার পার্লামেন্ট ভবন কমপ্লেক্সের স্থাপত্য ও জাঁকজমকের প্রশংসা করেন। তাঁরা গ্যালারি, চেম্বার, কনস্টিটিউশন হল এবং সংবিধান সদনের মতো উল্লেখযোগ্য স্থানগুলি পরিদর্শন করেছিলেন।
ঋষি সুনাক ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
ঋষি সুনাক বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও সাক্ষাৎ করেছেন।
ঋষি সুনাক কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গেও দেখা করেছেন এবং বাজারভিত্তিক আর্থিক সম্পর্ক জোরদার করতে এবং অর্থনৈতিক সমৃদ্ধির সম্ভাব্য নতুন উপায় নিয়ে আলোচনা করেছেন।
এতে বলা হয়, 'বিদেশমন্ত্রী @nsitharaman #GlobalSouth সুবিধার্থে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো #G7 এজেন্ডায় আনতে কমনওয়েলথকে কাজে লাগানোর গুরুত্বের ওপর জোর দিয়েছেন।
বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন।
টুইটে তিনি লেখেন, 'আজ দিল্লিতে ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী @RishiSunak সঙ্গে দেখা করে ভাল লাগছে। ভারত-ব্রিটেন সম্পর্ক জোরদার করার জন্য তাঁর অবিচ্ছিন্ন সমর্থনের প্রশংসা করি।
রবিবার সপরিবারে উত্তরপ্রদেশের আগ্রায় ফতেপুর সিক্রি স্মৃতিসৌধে যান সুনাক।
সঙ্গে ছিলেন স্ত্রী অক্ষতা মূর্তি, শাশুড়ি সুধা মূর্তি এবং দুই মেয়ে অনুষ্কা ও কৃষ্ণা। তাঁদের এক ঝলক দেখার জন্য সেখানে জড়ো হওয়া লোকজনের দিকে হাত নাড়েন সুনাক।
এর আগে শনিবার সুনাক তার পরিবারের সদস্যদের নিয়ে তাজমহল পরিদর্শন করেন। সুনাকের সঙ্গে ছিলেন স্ত্রী অক্ষতা মূর্তি, শাশুড়ি সুধা মূর্তি এবং দুই মেয়ে কৃষ্ণা ও অনুষ্কা। তিনি তাজমহল ঘুরে দেখেন এবং স্ত্রীসহ দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।