বাংলা নিউজ > ঘরে বাইরে > PM Modi's advice to IAS officers: উন্নত ভারতের জন্য ‘কর্তব্য পথ’-র নীতি পালন করতে হবে, IAS অফিসারদের পরামর্শ মোদীর

PM Modi's advice to IAS officers: উন্নত ভারতের জন্য ‘কর্তব্য পথ’-র নীতি পালন করতে হবে, IAS অফিসারদের পরামর্শ মোদীর

আইএএস অফিসারদের একগুচ্ছ পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

PM Modi's advice to IAS officers: প্রধানমন্ত্রী বলেছেন যে)অমৃত কালের সময় দেশের হয়ে কাজ করার সুযোগ পেয়েছেন (২০২০ ব্যাচের) আইএএস অফিসাররা এবং দেশের পাঁচটি সংকল্প অর্জন করানোর সুযোগ পেয়েছেন।

'অমৃত কাল'-এ উন্নত ভারত গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তাই নয়া আইএএস অফিসারদের ‘কর্তব্য পথ’-র নীতি মেনে চলার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইসঙ্গে আইএএস অফিসারদের কীভাবে কাজ করা উচিত, সংশ্লিষ্ট এলাকার উন্নয়ন করতে হবে, সেই পরামর্শও দেন তিনি। 

বৃহস্পতিবার দিল্লিতে ‘অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্রোগাম ২০২২'-র শেষ সেশনে ২০২০ ব্যাচের আইএএস অফিসারদের একাধিক পরামর্শ দেন প্রধানমন্ত্রী। ওই ১৭৫ জন আইএএস অফিসার গত ১১ জুলাই থেকে অতিরিক্ত সচিব হিসেবে ভারত সরকারের ৬৩ টি মন্ত্রক বা দফতরে কর্মরত ছিলেন। কেন্দ্রের বিবৃতিতে বলা হয়েছে, ‘(প্রধানমন্ত্রী বলেছেন যে) অমৃত কালের সময় দেশের হয়ে কাজ করার সুযোগ পেয়েছেন (২০২০ ব্যাচের) আইএএস অফিসাররা এবং দেশের পাঁচটি সংকল্প অর্জন করানোর সুযোগ পেয়েছেন।'

আরও পড়ুন: উপচে ওঠা সভায় মাইক ব্যবহার করলেন না মোদী, কারণ জানলে ভালো লাগবে আপনারও

কেন্দ্রের বিবৃতিতে আরও বলা হয়েছে, 'তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন যে ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, তা পূরণের ক্ষেত্রে অফিসাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। চিরাচরিত ধারা থেকে বেরিয়ে আলাদাভাবে ভাবনাচিন্তা করা এবং সার্বিক পদক্ষেপ করার যে প্রয়োজনীয়তা আছে, তার উপর জোর দিয়েছেন তিনি (মোদী)। এরকম সার্বিক পদক্ষেপের গুরুত্বপূর্ণ বোঝানোর জন্য উনি (মোদী) প্রধানমন্ত্রী গতিশক্তি মাস্টার প্ল্যানের উদাহরণ দিয়েছেন।’

বৃহস্পতিবারের অনুষ্ঠানে মোদী জানান, দেশের উন্নতির জন্য প্রশাসন লাগাতার কাজ করে যাচ্ছে। দেশের স্টার্ট-আপগুলি যে সাফল্যের মুখ দেখেছে, তা উল্লেখ করে উদ্ভাবনী শৈলীর উপর গুরুত্ব আরোপ করেন মোদী। কেন্দ্রের বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে কীভাবে এখন প্রশাসনের নজর দিল্লির গণ্ডি ছাড়িয়ে দেশের প্রতিটি অঞ্চলে। যেভাবে দিল্লির বাইরে একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্পের সূচনা করা হয়েছে, সেই উদাহরণও দিয়েছেন তিনি (মোদী)।’

আরও পড়ুন: PM Modi at 5G Launch: আগে ১ জিবি ডেটাই ৩০০ টাকা ছিল, মনে করালেন মোদী

কেন্দ্রের বিবৃতিতে আরও বলা হয়েছে, 'প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন, যেখানে কাজ করবেন, সেখানে সংস্কৃতির বিষয়ে ওয়াকিবহাল থাকতে হবে অফিসারদের। তৃণমূল স্তরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে। এক জেলা, এক পণ্যের যে কর্মসূচি চালু করা হয়েছে, তার উপরও জোর দিতে বলেছেন প্রধানমন্ত্রী। নিজেরা যে জেলায় কাজ করবেন, সেই জেলার কোন দ্রব্য অন্যত্র পাঠানো যাবে, তা নির্ধারণের পরামর্শ দিয়েছেন (মোদী)।'

বন্ধ করুন