সদ্য জিরোধার সহ প্রতিষ্ঠাতা নিখিল কামাতের ‘পিপল বাই ডাব্লিউ টিএফ’ সিরিজে প্রথমবার পডকাস্টে এলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে নিখিল তাঁকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। প্রশ্ন ওঠে বহুল চর্চিত কিছু মিম নিয়ে, যা সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে গত ১ থেকে ২ বছরে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও তাঁকে নিয়ে মিম সম্পর্কে প্রশ্ন করা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কী উত্তর দিলেন মোদী?
সোশ্যাল মিডিয়ায় গত কয়েক বছরে ‘মেলোডি মিম’ বেশ ভাইরাল। মোদী ও মেলোনির নামের অংশ নিয়ে ‘মেলোডি মিম’ চলেছে বহু পোস্টে। তা নিয়েই জিরোধার সহ প্রতিষ্ঠাতা নিখিল কামাত প্রশ্ন করেন মোদীকে। প্রশ্ন ছিল,'পিএম স্যার, আমরা যেমন অন্যান্য দেশের কথা বলছি, আমি যদি একটু অন্যদিকে যেতে পারি, তাহলে অবশ্যই বলব আমার প্রিয় খাবার পিজ্জা, যেটির উৎপত্তি ইতালি থেকে। লোকেরা প্রায়ই বলে যে আপনি ইতালি সম্পর্কে অনেক কিছু জানেন। আপনি এটা সম্পর্কে কিছু শেয়ার করতে চান? আপনি কি ওই মিমগুলি দেখেননি?'
প্রশ্ন শুনেই খানিকটা হেসে উড়িয়ে দেওয়ার মতো করে প্রধানমন্ত্রী বলেন,'ওহ তো চলতা রেহতা হ্যায়'(ও তো চলতেই থাকে)। এর সঙ্গেই তিনি বলেন,'আমি এসবে সময় নষ্ট করি না।' আর খাবার দাবার নিয়ে মোদীর সাফ কথা,'আমি ভোজন রসিক নই। আমি যে দেশে যা খাবার দেওয়া হয়, সেটাই আমি খুশি মনে খেয়ে নিই।'
দুই ঘণ্টার পডকাস্টে প্রধানমন্ত্রী তাঁর শৈশব, শিক্ষা, রাজনীতিতে প্রবেশ, বিপত্তি, চাপ মোকাবিলা এবং নীতি ব্যবস্থাপনার বিভিন্ন দিক সহ বেশ কিছু উপাখ্যান শেয়ার করেছেন। পডকাস্ট ট্রেলারটি মোদী নিজে এক্স-এ শেয়ার করেছেন। প্রধানমন্ত্রী সেখানে লেখেন,' আমি আশা করি আপনারা সকলেই এটিকে ততটা উপভোগ করেন যতটা আমরা আপনার জন্য এটি তৈরি করে উপভোগ করেছি!'