বাংলা নিউজ > ঘরে বাইরে > Gujarat Assembly Election 2022: এবারের গুজরাত নির্বাচনে বিজেপির 'পুরনো রেকর্ড' ভাঙার আহ্বান মোদীর! দিলেন কোন স্লোগান

Gujarat Assembly Election 2022: এবারের গুজরাত নির্বাচনে বিজেপির 'পুরনো রেকর্ড' ভাঙার আহ্বান মোদীর! দিলেন কোন স্লোগান

নরেন্দ্র মোদী গুজরাতের সভায়। (PTI Photo) (PTI)

নরেন্দ্র মোদী বলেন, 'আমার এবিসিডি শুরু হয় এতে আদিবাসী দিয়ে। আমি গুজরাতে ভোট প্রচার শুরু করেছি আদিবাসী ভাই বোনেদের আশীর্বাদ নিয়ে।আর গুজরাতের মানুষ আরও একবার ঠিক করে ফেলেছেন যে তাঁরা বিজেপিকেই জেতাবেন। শুধু তাই নয়, তাঁরা ঠিক করে ফেলেছেন যে আগের সমস্ত রেকর্ড ভেঙে তাঁরা জেতাবেন।'

মৌলিক পাঠক

রণদামামা বেজে গিয়েছে গুজরাত বিধানসভা নির্বাচনের। রবিবার সেখানে আদিবাসী অধ্যুষিত এলাকা কাপরাদাতে সভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিজেপির ভোট প্রচার মঞ্চ থেকে মোদী স্লোগান তুলে সকল দর্শককে বলতে বলেন, 'এই গুজরাতকে আমি উন্নত করেছি।' তার সঙ্গেই তিনি বলেন, আগের সমস্ত রেকর্ড যাতে ভেঙে যায় তেমনভাবে বিজেপিকে জয়লাভ করাতে হবে।

আদিবাসী অধ্যুষিত এলাকার ভোট প্রচারে গিয়ে নরেন্দ্র মোদী বলেন, 'আমার এবিসিডি শুরু হয় এতে আদিবাসী দিয়ে। আমি গুজরাতে ভোট প্রচার শুরু করেছি আদিবাসী ভাই বোনেদের আশীর্বাদ নিয়ে।আর গুজরাতের মানুষ আরও একবার ঠিক করে ফেলেছেন যে তাঁরা বিজেপিকেই জেতাবেন। শুধু তাই নয়, তাঁরা ঠিক করে ফেলেছেন যে আগের সমস্ত রেকর্ড ভেঙে তাঁরা জেতাবেন।' উল্লেখ্য সামনেই ১ ও ৫ ডিসেম্বর গুজরাতে বিধানসভা ভোট। সেখানে গত ২০০২ সালের বিধানসভা ভোটের সময় ১৮২ আসনের মধ্যে ১২৭ টি আসনে বিজেপি জয়লাভ করেছিল। রেকর্ড বলতে, গুজরাতে এককালে কংগ্রেসের মাধবসিং সোলাঙ্কির নেতৃত্বে ১৪৯ আসন দখলে রেখেছিল শাসক দল। মোদী এদিনের সভা থেকে বলেন, 'দিল্লিতে বসে আমি খবর পাচ্ছি, গুজরাতে এবার বিজেপি রেকর্ড মার্জিনে জিতবে। এই ভোটের জন্য আমি গুজরাতের বিজেপিকে বলেছি, যতটা সময় দরকার আমি আছি। আশা করব সব পুরনো রেকর্ড ভেঙে যাবে। ভূপেন্দ্র (প্যাটেল)র রেকর্ড আমার থেকেও বেশি হওয়া উচিত। আমি সেই লক্ষ্য পূরণে কাজ করতে চাই।'

উল্লেখ্য, গুজরাতে গত ২৭ বছর ধরে বিজেপি রয়েছে ক্ষমতায়। এর আগে ভূপেন্দ্র প্যাটেলেন নেতৃত্বাধীন সরকার গুজরাতে ১১১ জন বিধায়ক নিয়ে ছিল। তারপর সেখানে কংগ্রেস থেকে ২৪ জন চলে আসেন। মোদী বলেন, যাঁরা গুজরাতের হিংসা ছড়িয়ে রাজ্যের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছে তাদের রাজ্য থেকে বিতাড়িত করবেন মানুষ আসন্ন ভোটে।

গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, গুজরাতে যে সমস্ত বিভেদের ছবি দেখা যাচ্ছে, তা ছড়াচ্ছে কংগ্রেস। মোদী বলেন, কংগ্রেসের জন্য দীন দরিদ্র মানুষ ন্যূনতম প্রয়োজন পূরণ করতে পারে না। প্রধানমন্ত্রী মোদী বলেন যাতে গুজরাতে সকলে সমান অধিকার পান, তার জন্য উদ্যোগ নিতে গেলে বিজেপির সমর্থনে ভোট প্রয়োজন। এদিনের ভাষমে নরেন্দ্র মোদী বক্তব্য রাখতে গিয়ে গুজরাতের দাঙ্গার প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, 'গুজরাতের সমস্ত মানুষ একজোট হয়ে এই গুজরাতকে গড়েছে, যা আজ দেখা যাচ্ছে।' এই ইস্যুতে গুজরাতি ভাষায় মোদী সকলকে স্লোগান তুলতে বলেন, 'আ গুজরাত ম্যায় বানাউছে' (এই গুজরাত আমি বানিয়েছি।)

বন্ধ করুন