সদ্য ১৮ তম লোকসভার প্রথম অধিবেশন শুরু হয়েছে। সেখানে সোমবারের পর মঙ্গলবারেও চলেছে সাংসদদের শপথ পাঠ। এদিকে, এই পরিস্থিতিতে বিরোধী শিবির সংবিধানের কপি হাতে নিয়ে বারবার এনডিএ জোটকে নিশানা করছে। সোমবার নরেন্দ্র মোদী ও অমিত শাহের শপথের সময়ও সংবিধানের কপি হাতে নিয়ে রাহুলরা প্রদর্শন করেন। এরপর মঙ্গলবার ২৫ জুন দেশের জরুরি অবস্থার ৫০ বছর বার্ষিকী পর্বে কংগ্রেসের ইন্দিরা গান্ধীর আমলের কথা স্মরণ করিয়ে সংবিধান ইস্যুতে কংগ্রেস সহ ইন্ডি জোটকে পাল্টা খোঁচা দেন মোদীরা।
৫০ বছর আগের জরুরি অবস্থাকে স্মরণ করিয়ে নরেন্দ্র মোদী এদিন বলেন,'যাঁরা জরুরি অবস্থা জারি করেছিলেন, তাঁদের আমাদের সংবিধানের প্রতি তাদের ভালোবাসা ব্যক্ত করার কোনও অধিকার নেই। এঁরা সেই একই লোক যাঁরা অসংখ্যবার ৩৫৬ ধারা জারি করেছে, সংবাদপত্রের স্বাধীনতা ধ্বংস করার জন্য একটি বিলও ছিল, ফেডারেলিজমকে ধ্বংস করেছে এবং সংবিধানের প্রতিটি দিক লঙ্ঘন করেছে। ‘একই সঙ্গে পর পর টুইটে মোদী লেখেন,'যে মানসিকতা থেকে জরুরি অবস্থা জারি করেছিল সেটা এখনও সেই পার্টির মধ্যেই তা অনেকটাই জীবন্ত অবস্থায় রয়েছে।' কংগ্রেসকে খোঁচা দিয়ে মোদী লেখেন, ‘ তাঁরা তাঁদের ওপর ওপর সংবিধানের প্রতি তাঁদের ঘৃণা লুকিয়ে রাখে কিন্তু ভারতের জনগণ তাঁদের বিদ্বেষ দেখেছে এবং সেই কারণেই বারবার তাঁদের প্রত্যাখ্যান করা হয়েছে।’ বক্তব্যের শুরুতেই মোদী লেখেন, ‘আজ সেই সমস্ত মহান পুরুষ ও মহিলাদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন যারা জরুরি অবস্থা প্রতিরোধ করেছিলেন।’ মোদী বলেন, সেই ঘটনা দেশকে জেল-এ রূপান্তরিত করেছিল। তিনি লেখেন,'কংগ্রেসের সঙ্গে একমত না হওয়ার জন্য যে কোনও ব্যক্তিকে নির্যাতন ও হয়রানি করা হত।'
( বিরিয়ানিতে কেন নেই চিকেন লেগপিস! বিয়ের আসরে বরযাত্রী বনাম কনেপক্ষ ধুন্ধুমার মারপিট, কোথায় ঘটল?)
এর আগে, সোমবার প্রোটেম স্পিকার ইস্যুতে কংগ্রেস সহ ইন্ডি জোটের নেতারা এককাট্টা হয়ে হাতে সংবিধানের কপি নিয়ে তুমুল প্রতিবাদ জানান। কেন বিজেপির ভতৃহরি মহতাবকে প্রোটেম স্পিকার পদে বসানো হয়েছে? সেই প্রশ্ন তোলেন তাঁরা। প্রশ্ন ওঠে কংগ্রেসের কে সুরেশ ৮ বারের সাংসদ থাকা সত্ত্বেও কেন ৭ বারের সাংসদ মহতাবকে এই পদে আসীন করা হল? বিজেপির পাল্টা যুক্তি ছিল ৮ বার টানা জেতেননি কে সুরেশ। উল্লেখ্য, নিয়ম অনুসারে সংসদের সর্বজ্যেষ্ঠ সাংসদকে প্রোটেম স্পিকার করা হয়। কংগ্রেস সহ ইন্ডি জোট দাবি তোলে, মহতাবকে প্রোটেম স্পিকার করে সংবিধানের নিয়ম লঙ্ঘন করেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ। সেই ইস্যুতে সংবিধান হাতে নিয়ে সংসদ চত্বরে প্রতিবাদে নামেন বিরোধীরা।