বাংলা নিউজ > ঘরে বাইরে > 'বিশ্ব মঙ্গলের শক্তি', কোয়াড বৈঠকে চতুর্দেশীয় জোটকে ঐক্যের বার্তা মোদীর

'বিশ্ব মঙ্গলের শক্তি', কোয়াড বৈঠকে চতুর্দেশীয় জোটকে ঐক্যের বার্তা মোদীর

কোয়াড বৈঠকে মোদী (ছবি সৌজন্যে রয়টার্স) (REUTERS)

মার্কিন সফরের তৃতীয় দিনে অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কোয়াড সম্মেলনে যোগ দেন মোদী।

বিশ্বের ভালোর জন্য গঠিত শক্তি, এভাবেই কোয়াডকে আখ্যা দিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন সফরের তৃতীয় দিনে অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কোয়াড সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর মতে ইন্দো-প্যাসিফিকের পাশাপাশি গোটা বিশ্বেই শান্তি বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভারত, জাপান, অস্ট্রেলিয়া, আমেরিকার চতুর্দেশীয় জোট। মোদী বলেন, ‘আমাদের কোয়াড জোট বিশ্বের মঙ্গলের জন্য কাজ করবে। পারস্পরিক সহযোগিতা ইন্দো-প্যাসিফিক ও বিশ্ব শান্তির জন্য জরুরি।’

এদিন কোয়াড বৈঠকে নিজের বক্তব্যের সূচনায় প্রধানমন্ত্রী মোদী বলেন, '২০০৪ সালে সুনামির সময়ে আমরা হাত মিলিয়ে কাজ করেছিলাম। পরে কোয়াডের সদস্য হিসেবে একসঙ্গে কোভিড মোকাবিলাও করেছি। কোয়াড ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগর এলাকায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে।'

প্রধানমন্ত্রী মোদী বলেন, 'একভাবে, আমাদের চতুর্দেশীয় জোট বৈশ্বিক মঙ্গলের শক্তি হিসেবে কাজ করবে। আজ, যখন বিশ্ব কোভিড মহামারীর বিরুদ্ধে লড়াই করছে, কোয়াডের অধীনে আমরা আবার মানবতার কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে এখানে এসেছি।'

এদিকে স্বাধীন ও উন্মুক্ত ইন্দো-প্রশান্ত মহাসাগরের আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। মৌলিক অধিকারে বিশ্বাসী চারটি দেশের তরফে 'অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ' হিসেবে কোয়াডকে অভিহিত করেন তিনি। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্রশান্ত মহাসাগরের জন্য ঐক্যবদ্ধ এবং ইতিবাচক কর্মসূচির লক্ষ্যে দৃঢ় ভাবে প্রতিশ্রুতিবদ্ধ কোয়াড নেতৃবৃন্দ। এবং জোট এই লক্ষ্যে চমৎকার অগ্রগতি করছে বলেও উল্লেখ করেন তিনি।

ঘরে বাইরে খবর

Latest News

৬ বছরের ছোট শোভনের সঙ্গে প্রেম নিয়ে অকপট, বিয়ের কথা উঠতেই সোহিনী বললেন… কোরি অ্যান্ডারসনের সঙ্গে আমেরিকার জাতীয় দলে দুই 'ভারতীয়', জায়গা হল না উন্মুক্তের ভোটের আগেই জিতলেন মুখ্য়মন্ত্রী, অরুণাচলে খুশিতে ভাসছে বিজেপি আতঙ্কের নয়া নাম 'BIN অ্যাটাক', এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড গ্রাহকদের মাথায় হাত KKR বধ করতে সবুজ পিচ তৈরি RCB-র, মাথায় হাত গম্ভীরের,কোন নাইট স্পিনার বাদ পড়বেন? ‘‌পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিলাম’‌, বিজেপিতে ফিরে মুকুল সাক্ষাতে অর্জুন ‘মোদী ভাঁওতাবাজ’! আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের রাম নবমীর পরেই আসতে চলেছে হনুমান জয়ন্তী, জেনে নিন এই দিনের ধর্মীয় গুরুত্ব ফের চালু বাউড়িয়া-বজবজ ফেরি পরিষেবা, খুশি যাত্রীরা, বানের জলে ভেসে গিয়েছিল জেটি মেঘালয়ে CAA বিরোধী মিছিলের গণপিটুনিতে মৃত ২, প্রতিবাদে বিক্ষোভ কলকাতায়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.