বাংলা নিউজ > ঘরে বাইরে > 'মনে হয় দেবী সরস্বতী কথা বলছেন', বায়ুসেনার ক্যাপ্টেনের মেয়ের সঙ্গে কথা মোদীর

'মনে হয় দেবী সরস্বতী কথা বলছেন', বায়ুসেনার ক্যাপ্টেনের মেয়ের সঙ্গে কথা মোদীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ফাইল ছবি, সৌজন্য এএনআই)

রবিবার ‘মন কি বাত’-এ প্রথমসারির করোনাভাইরাস যোদ্ধাদের সঙ্গে কথা বলেছিলেন মোদী।

কথা বলছিলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেনের সঙ্গে। সেইসময় ফোন ধরেন গ্রুপ ক্যাপ্টেনের ১২ বছরের মেয়েও। অষ্টম শ্রেণির মেয়েকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'যখন মেয়ে কথা বলেন, তখন আমরা মনে করি যে দেবী সরস্বতী কথা বলছেন।'

রবিবার ‘মন কি বাত’-এ প্রথমসারির করোনাভাইরাস যোদ্ধাদের সঙ্গে কথা বলেছিলেন মোদী। অক্সিজেন ট্যাঙ্কারের চালক, ল্যাবকর্মীদের সঙ্গে একান্তে কথা বলেন। আলাপচারিতা সারেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন একে পট্টনায়েকের সঙ্গেও। তিনি জানান, আগে দেশের মধ্যে অক্সিজেন সরবরাহ করতে দু'তিনদিন লেগে যেত। এখন তা দু'তিন ঘণ্টায় হয়ে যাচ্ছে। বিদেশ থেকে অক্সিজেন ট্যাঙ্কার, তরল অক্সিজেন ট্যাঙ্কার আনার কাজ সারক্ষণ চলছে। গত এক মাসে ভারতীয় বায়ুসেনা ১,৬০০ বারের মতো উড়েছে। বিদেশ থেকে অক্সিজেন সংক্রান্ত ১৬০ টির বেশি মিশন শেষ হয়েছে।

তারইমধ্যে গ্রুপ ক্যাপ্টেন পট্টনায়েকের মেয়ে অদিতিও মোদীর সঙ্গে কথা বলেন। অদিতি জানান, কীভাবে গ্রুপ ক্যাপ্টেন পট্টনায়েক তাঁকে গর্বিত করেছেন। তবে পরিবারের থেকে অনেকটা সময় আলাদা কাটানোয় বাবাকে মিসও করেন। দৃঢ়বিশ্বাসের সঙ্গে অদিতি বলেন, ‘আমরা এই সংকট কাটিয়ে উঠতে পারব।’ প্রত্যুত্তরে মোদী বলেন, 'যখন মেয়ে কথা বলেন, তখন আমরা মনে করি যে দেবী সরস্বতী কথা বলছেন। আর অদিতি যখন বলছে আমরা এই সংকট কাটিয়ে উঠব। তথন নিশ্চিতভাবে আমরা তাই করব।' 

পরে গ্রুপ ক্যাপ্টেন পট্টনায়েক-সহ ভারতীয় সশস্ত্র বাহিনীর সকল সদস্যকে ধন্যবাদ জানান মোদী। সঙ্গে তিনি বলেন, ‘আগে ভারত ৯০০ মেট্রিক টন তরল অক্সিজেন তৈরি করত। এখন তা ১০ গুণ বেড়েছে। এখন ভারত ৯,৫০০ মেট্রিক টন অক্সিজেন উত্‍পাদন করে।'

বন্ধ করুন