রাজ্যসভায় এদিন নরেন্দ্র মোদীর ভাষণে এদিন বহুবিধ বিষয় উঠে আসে। তারই মাঝে এক হালকা মুহূর্তে রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে কবিতার লাইন উল্লেখ করে পাল্টা তোপ দাগতে দেখা যায় মোদীকে। হাসিমুখেই প্রধানমন্ত্রী তাঁর স্বভাবসিদ্ধ মেজাজে কংগ্রেসকে টার্গেট করেন। মল্লিকার্জুন খাড়গের প্রতি প্রধানমন্ত্রীর বার্তায় কী কী অংশ উঠে এল দেখা যাক।
ধনখড়কে সম্বোধন করে মোদী বলেন,‘মাননীয় খাড়গে জি আপনার (জগদীপ ধনখড়) সামনে অনেক ভালো ভালো শের শোনান। ওনার শখ রয়েছে শের শোনানোর।’ বলার সঙ্গে সঙ্গেই মোদীর মুখে হাসি দেখা যায়। এরপর প্রধানমন্ত্রী বলেন,' আর সভাপতিজি আপনিও তার মজা নেন!' এরপর মোদী বলেন, ‘একটা শের আমিও কোথাও পড়েছিলাম।’ বলেই তিনি হিন্দিকতে বলেন,' তমাশা করনেওয়ালো কো ক্যায়া খবর, হামনে কিতনে তুফানো কো পার কর দিয়া জ্বলায়া হ্যায়। (যাঁরা তামাশা করেন, তাঁরা কি জানেন.. যে আমরা কতগুলি ঝড় পার করে প্রদীপ জ্বালিয়েছি)।' এরই সঙ্গে মেজাজ হালকা করে রাজ্যসভার ভাষণে মোদী বলেন,' খাড়গেজি অনেক সিনিয়র নেতা, ওঁর সম্মান করি, এত দীর্ঘ দিনের সার্বজনিক জীবনে কম কথা নয়। শারদ রাও হোন বা, দেবগৌড়াজি এখানে বসে.. তাঁদের জীবনের অসামান্য সিদ্ধি এগুলি.. ‘, মোদী এই বক্তব্য রাখতেই পাল্টা মল্লিকার্জুন খাড়গে মজার ছলে কটাক্ষ করেন। এরপর হেসে ফেলে মোদী বলেন,’ খড়গেজি এগুলো তো আর আপনি আপনার ঘরে শুনতে পাবেন না… আমিই বলে দিচ্ছি।' এরপর মল্লিকার্জুন খাড়গের কবিতা পাঠের শখ নিয়েও মজার ছলে তোপ দাগেন মোদী। সেক্ষেত্রেও টার্গেট ছিল কংগ্রেস। মোদী ধনখড়কে টার্গেট করে বলেন,' এবার দেখছিলাম খাড়গেজি কবিতা পড়ছিলেন.. আর আপনি ঠিকই ধরেছেন… (জানার ইচ্ছা ছিল) কবিতাগুলি কবেকার! সভাপতিজি উনি (খাড়গে) জানেন যে কবিতাগুলি কবেকার.. ভেতরে কংগ্রেসের দুর্দশার এতটা যন্ত্রণা পড়েছিল.. কিন্তু তা বলতে পারেন না। তাই উনি ভাবলেন এটাই ভালো মঞ্চ এখানেই বলে দিই। আর সেই জন্যই নীরজের কবিতার মধ্য দিয়ে ওঁর ঘরের হালত এখানে প্রস্তুত করেছেন। আজ খাড়গেজিকে ওই কবি নীরজের কিছু পংক্তি শোনাব..।' কংগ্রেসের সরকারের আমলে নীরজের এই কবিতা ছিল বলে উল্লেখ করেন মোদী। কবিতা উল্লেখ করে মোদী বলেন,'হ্যায় বহত অন্ধিয়ারা, অব সূরজ নিকলনা চাহিয়ে, জিস তরহা সেভি হো, ইয়ে মৌসম বদলনা চাহিয়ে।'
উল্লেখ্য, নীরজ নাম নিয়ে প্রয়াত কবি গোপালদাস সাক্সেনাকে উদ্ধৃত করেন মোদী। শুধু কবি নীরজই নন, ৪০ বছর আগে, প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর লেখা কিছু কবিতার লাইনও রাজ্যসভার ভাষণে তুলে ধরেন মোদী।