'মুম্বই হামলার পর পাকিস্তানের সঙ্গে যুদ্ধ না করে ইউপিএ সরকার বিদেশি চাপের কাছে নতি স্বীকার করেছিল।' পি চিদম্বরমের মন্তব্যকে অস্ত্র করে কংগ্রেসকে এক হাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৬/১১ মুম্বই হামলার পরে ইউপিএ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেন পি চিদম্বরম। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, মুম্বই হামলার পরে তিনি সামরিক অভিযান চেয়েছিলেন। কিন্তু তৎকালীন মার্কিন বিদেশসচিব কন্ডোলিজা রাইস দিল্লিতে এসে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং তাঁর সঙ্গে দেখা করে যুদ্ধ শুরু না করার অনুরোধ করেন। আন্তর্জাতিক মতের কথা ভেবে ভারত তখন অভিযান না করার সিদ্ধান্ত নেয়।
বুধবার নভি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধনের পরে মুম্বই হামলা প্রসঙ্গে কংগ্রেসের কাছে জবাবদিহি চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দাবি করেছেন যে সেই সময়ে রাজনৈতিক সিদ্ধান্ত প্রভাবিত হয়েছিল অন্য দেশের চাপে। প্রধানমন্ত্রী বলেন, ২০০৮ সালে ভারতের অর্থনৈতিক দিক থেকে রাজধানী শহর মুম্বইকে টার্গেট করা হয়। সেই সময় কংগ্রেস নেতৃত্বাধীন সরকার দুর্বলতা এবং সন্ত্রাসবাদের সামনে নতজানু হওয়ার বার্তা দিয়েছিল। তাঁর কথায়, 'এক প্রবীণ কংগ্রেস নেতা, যিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন, সম্প্রতি তিনি জানিয়েছেন, ২৬/১১ মুম্বই হামলার পর, আমাদের সেনা পাকিস্তানে আক্রমণ করার জন্য প্রস্তুত ছিল। দেশবাসীও তাই চেয়েছিলেন। কিন্তু অন্য দেশের চাপের কারণে, তৎকালীন কংগ্রেস সরকার সেনাকে থামিয়ে দেয়।' কংগ্রেসকে চ্যালেঞ্জ করে প্রধানমন্ত্রী মোদী বলেন যে তাদের উচিত কোন দেশের চাপে ভারত পিছু হটতে বাধ্য হয়েছিল। তিনি বলেন, 'কংগ্রেসকে বলতেই হবে যে কোন দেশের চাপে তাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছিল। এই সিদ্ধান্তের কারণে ভারতকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে।'
আরও পড়ুন-বিপাকে পৃথ্বীরাজ-দুলকার সলমন! গাড়ি চোরাচালান-কাণ্ডে দক্ষিণী সুপারস্টারদের বাড়িতে হানা ED-র
প্রধানমন্ত্রীর কথায়, 'কংগ্রেসের দুর্বলতা জঙ্গিদের শক্তি জুগিয়েছে। আমাদের দেশকে এই ভুলের জন্য মূল্য চোকাতে হয়েছে প্রাণের বলি দিয়ে। আমাদের কাছে জাতীয় নিরাপত্তা ও নাগরিকদের সুরক্ষার থেকে বেশি গুরুত্বপূর্ণ আর কিছু নেই।' অপারেশন সিঁদুরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমাদের কাছে দেশের নিরাপত্তার চেয়ে বড় কিছু নেই। শক্ত হাতে শত্রুকে জবাব দিতে জানি। শত্রুর ঘরে ঢুকে মারতে পারি। অপারেশন সিঁদুরের সময়ে গোটা বিশ্ব সেটা দেখেছে।’ গত মাসে একটি হিন্দি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পি চিদম্বরম বলেন, '২০০৮ সালে ২৬/১১-র পর গোটা বিশ্ব দিল্লিতে নেমে এসেছিল। সবাই বলছিল যুদ্ধ শুরু করো না। মার্কিন মার্কিন বিদেশচিব কন্ডোলিজা রাইস এসে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং আমাকে বলেছিলেন, দয়া করে প্রতিক্রিয়া দেখাবেন না।'
আরও পড়ুন-পার্সি পরিবারে অশান্তিতে উদ্বিগ্ন কেন্দ্র! রতন টাটার মৃত্যু পর Tata গ্রুপে কীসের অস্থিরতা?
২০০৮ সালের নভেম্বর মাসে পাক সন্ত্রাসবাদীদের হামলায় রক্তাক্ত হয়েছিল বাণিজ্যনগরী। মুম্বইয়ের তাজ হোটেলের পাশাপাশি ছত্রপতি শিবাজি টার্মিনাস, ওবেরয় ট্রাইডেন্টের মতো আটটি জায়গায় হামলা চালায় আজমল কসাব ও তার দলবল। ২০২ সালের ২১ নভেম্বর কসাবের ফাঁসি হয়। এই হামলার অন্যতম চক্রী ডেভিড কোলম্যান হেডলি আমেরিকায় ৩৫ বছরের কারাদণ্ড ভোগ করছে। এই হামলায় নিহত হন ১৬৪ জন মানুষ। আহত হন তিনশো’রও বেশি। জানা গিয়েছিল, করাচি থেকে সমুদ্র পার করে মুম্বই এসে হামলা চালায় ১০ পাক জঙ্গি। হামলার পিছনে লস্কর-ই-তইবার যোগ ছিল।