বাংলা নিউজ > ঘরে বাইরে > মোদীর হাতেই হবে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন, আমন্ত্রিত সব মুখ্যমন্ত্রী

মোদীর হাতেই হবে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন, আমন্ত্রিত সব মুখ্যমন্ত্রী

মোদীর হাতেই হবে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস)

জল্পনার অবসান।

জল্পনার অবসান। আগামী ৫ অগস্ট রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার পুণেতে একথা জানালেন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দদেব গিরি।

তবে করোনাভাইরাস পরিস্থিতিতে আমন্ত্রণের তালিকা বেশি দীর্ঘ করা হচ্ছে না। অনুষ্ঠানে সর্বোচ্চ ২০০ জন উপস্থিত থাকবেন। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের কোষাধ্যক্ষ বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছে যে অনুষ্ঠানে ২০০ জনের বেশি উপস্থিত থাকবেন না। তাঁদের ১৫০ জন আমন্ত্রিত থাকবেন।’

রাম জন্মভূমি ট্রাস্টের তরফে জানানো হয়েছে, ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে মন্দিরে ভগবান রামের কাছে প্রার্থনা করবেন। হনুমান গড়হি মন্দিরেও পুজো দেবেন। ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে সব মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হবে। 

বন্ধ করুন