বাংলা নিউজ > ঘরে বাইরে > PM Modi urging to hoist Tricolour: ১৩-১৫ অগস্ট প্রতিটি বাড়িতে তেরঙা উত্তোলন করা হোক, দেশবাসীকে আর্জি মোদীর

PM Modi urging to hoist Tricolour: ১৩-১৫ অগস্ট প্রতিটি বাড়িতে তেরঙা উত্তোলন করা হোক, দেশবাসীকে আর্জি মোদীর

এবার ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন করবে ভারত। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

PM Modi urging to hoist Tricolour: এবার ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন করবে ভারত। সেজন্য 'আজাদি কা অমৃত মহোৎসব' পালন করা হচ্ছে। সেই কর্মসূচির আওতায় প্রতিটি বাড়িতে তেরঙা উত্তোলনের ডাক দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আগামী ১৩ থেকে ১৫ অগস্ট দেশের প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হোক। এমনই আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘হর ঘর তেরঙা কর্মসূচির ফলে জাতীয় পতাকার সঙ্গে আমাদের সংযোগ আরও মজবুত হবে।’

শুক্রবার সকালে টুইটারে মোদী বলেন, 'আমাদের ইতিহাসে ২২ জুলাইয়ের বিশেষ গুরুত্ব আছে। ১৯৪৭ সালের আজকের দিনেই আমাদের জাতীয় পতাকা গৃহীত হয়েছিল।' স্বাধীন ভারতের জওহরলাল নেহরুর উত্তোলন করা প্রথম তেরঙা নিয়ে একাধিক তথ্যও তুলে ধরেন মোদী। সেইসঙ্গে তিনি বলেন, 'চলতি বছর আমরা যখন আজাদি কা অমৃত মহোৎসব পালন করছি, তখন হর ঘর তেরঙা কর্মসূচি আরও জোরদার করা হোর। ১৩ অগস্ট থেকে ১৫ অগস্টের মধ্যে আপনার বাড়িতে তেরঙা উত্তোলন করুক। সেই কর্মসূচির ফলে জাতীয় পতাকার সঙ্গে আমাদের সংযোগ আরও মজবুত হবে।'  

আরও পড়ুন: স্বাধীনতার ৭৫ বছর পূর্তি, রোহিতরা মুখোমুখি হবে বিশ্ব একাদশের, তৎপর BCCI

এবার ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন করবে ভারত। সেজন্য 'আজাদি কা অমৃত মহোৎসব' পালন করা হচ্ছে। সেই সুর গতবারের স্বাধীনতা দিবস থেকেই বেঁধে দেন মোদী। তিনি বলেছিলেন, '৭৫ তম স্বাধীনতা দিবস পালনের সময় অমৃতকালে আমরা যে সিদ্ধান্ত নেব, তা স্বাধীনতার ১০০ বছর পূর্তিতে আমাদের আরও উন্নত দেশ হতে সাহায্য করবে। ভারতবাসীকে উন্নয়নের নতুন শিখরে পৌঁছে দেওয়াই হল অমৃত মহোৎসবের আসল লক্ষ্য। ৭৫ তম স্বাধীনতা দিবসে সেই অমৃত কালের সূচনা হচ্ছে। আমাদের লক্ষ্য হবে এমন ভারত নির্মাণ করা যেখানে সরকার নাগরিক জীবনে অকারণ দখলদারি করবে না। আমাদের লক্ষ্য এমন এক দেশ নির্মাণ করা, যেখানে বিশ্বের সমস্ত আধুনিক পরিকাঠামো থাকবে। যখন ভারত বিশ্বের কোনও দেশের থেকে কম হবে না।'

বন্ধ করুন