বাংলা নিউজ > ঘরে বাইরে > PM Modi Viral Photo: ‘দ্য লিডার’, বাইডেন-সহ বিশ্বের তাবড় নেতাদের ‘পথ দেখাচ্ছেন’ মোদী, ভাইরাল ছবি

PM Modi Viral Photo: ‘দ্য লিডার’, বাইডেন-সহ বিশ্বের তাবড় নেতাদের ‘পথ দেখাচ্ছেন’ মোদী, ভাইরাল ছবি

কোয়াড বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (ছবি সৌজন্যে, টুইটার @amitmalviya এবং পিটিআই)

PM Modi Viral Photo: ভাইরাল ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘দ্য লিডার’-র গুণগান করেছেন বিজেপি নেতারা। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি লেখেন, 'প্রধান সেবক পথ জানেন, সেই পথেই যান এবং (বাকিদের) রাস্তা দেখান।'

পিছনে হেঁটে আসছেন জো বাইডেন-সহ বিশ্বের তাবড় নেতা, আধিকারিকরা। সামনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাইরাল হয়ে গেল এমনই একটি ছবি। সেই ছবি পোস্ট করে বিজেপি মন্ত্রীরা দাবি করলেন, বিশ্বকে পথ দেখাচ্ছেন ‘বিশ্বগুরু’ মোদী।

মঙ্গলবার সকালে জাপানে কোয়াডের বৈঠক ছিল। সেই বৈঠকে ছিলেন চার সদস্য দেশের রাষ্ট্রনেতারা - ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। সেই বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তারইমধ্যে সোশ্যাল মিডিয়ায় মোদীদের একটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে।

আরও পড়ুন: PM Modi in Japan: চিনা আগ্রাসনের বিরুদ্ধে ‘ভালো কাজের শক্তি’ কোয়াড, বাইডেনদের সামনে বার্তা মোদীর

সেই ছবি পোস্ট করে মোদী ‘দ্য লিডার’-র গুণগান করেছেন বিজেপি নেতারা। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি লেখেন, 'প্রধান সেবক পথ জানেন, সেই পথেই যান এবং (বাকিদের) রাস্তা দেখান।' শুধু ইরানি নন, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু থেকে শুরু করে বিজেপি নেতারা সেই ছবি পোস্ট করে মোদীকে ‘বিশ্বগুরু’ হিসেবে তুলে ধরেন। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবিয়া লেখেন, 'বিশ্বকে নেতৃত্ব দিচ্ছেন। সহস্র শব্দ বলে দেয় এই ছবি।'

কোয়াড বৈঠকে কী কী বলেছেন মোদী?

মঙ্গলবার কোয়াড বৈঠকে মোদী জানান, কম সময়ের মধ্যেই বিশ্বের মঞ্চে গুরুত্বপূর্ণ জায়গায় আসীন হয়েছে চতুর্দেশীয় অক্ষ। যে অক্ষে আছে ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়া। মোদী বলেন, ‘বর্তমানে কোয়াডের হাতে প্রচুর সুযোগ আছে এবং তা আরও বেশি প্রভাবশালী হয়ে উঠেছে।’ সঙ্গে তিনি বলেন, ‘করোনাভাইরাস মহামারীর কঠিন পরিস্থিতি সত্ত্বেও টিকা বণ্টন, জলবায়ু সংক্রান্ত পদক্ষেপ, জোগান ব্যবস্থার স্থিতিস্থাপকতা, বিপর্যয়ের মোকাবিলা এবং অর্থনৈতিক সহযোগিতার মতো ক্ষেত্রে পারস্পরিক সমন্বয় বাড়িয়েছি আমরা।’

ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের আগ্রাসন রুখতে কোয়াড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও জানান মোদী। তিনি বলেন, ‘ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতা বজায় রেখেছে কোয়াড। গঠনমূলক কর্মসূচি নিয়ে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কোয়াড এগিয়ে চলেছে। যা ভালো কাজের শক্তি।’ সঙ্গে মোদী বলেন, চার দেশের পারস্পরিক বিশ্বাস এবং দৃঢ়প্রতিজ্ঞার কারণে 'নয়া উন্মাদনা এবং উৎসাহ পেয়েছে' কোয়াডের মতো গণতান্ত্রিক শক্তি।

ঘরে বাইরে খবর

Latest News

ভোটের মুখে মাথায় হাত রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক এরপর হাইওয়েতে স্যাটেলাইট থেকে সরাসরি টাকা কেটে যাবে, থাকবে না টোল প্লাজা-গডকরি কংগ্রেস প্রার্থী নকুলের সম্পত্তির পরিমাণ ৭০০ কোটি, হলফনামায় জানালেন কমলপুত্র আদানির সংস্থার ২৬% শেয়ার কিনে ফেললেন আম্বানি! তাও মাত্র ৫০ কোটিতে তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.