হজ চুক্তিকে স্বাগত জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এক্স হ্য়ান্ডেলে লিখেছেন, আমি এই চুক্তিকে স্বাগত জানাচ্ছি। এটা ভারতের হজ তীর্থযাত্রীদের জন্য খুব খুশির খবর। আমাদের সরকার ভক্তদের তীর্থযাত্রার সুবিধাকে নিশ্চিক করতে প্রতিশ্রুতিবদ্ধ। সংসদ বিষয়ক ও সংখ্যালঘু উন্নয়ন দফতরের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এর আগে এক্স হ্যান্ডেলে এনিয়ে লিখেছেন। সেটাকেই তুলে ধরেন মোদী।
কিরেন রিজিজু লিখেছিলেন, হজ চুক্তি ২০২৫ এইচই তওফিক বিন ফওজান আল রবিয়া,কিংডম অফ সৌদি আরবের হজ ও উমরাও দফতরের মন্ত্রীর সঙ্গে হয়েছে। সব মিলিয়ে ১,৭৫,০২৫জনের কোটা হয়েছে ভারত থেকে তাঁরা হজে যেতে পারবেন হজ ২০২৫এর জন্য। সমস্ত হজযাত্রীদের জন্য সবথেকে ভালো পরিষেবা দেওয়া হবে।
অন্যদিকে গত বছর ডিসেম্বর মাসের প্রতিবেদনে জানা গিয়েছিল, শুধুমাত্র হজযাত্রীদের জন্য ১০০টি বিশেষ উড়ান পরিষেবা দেওয়ার কথা জানিয়েছিল স্পাইসজেট।
সংস্থার পক্ষ থেকে এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছিল, ২০২৫ সালে ওই বিশেষ পরিষেবা প্রদানের জন্য বৈধ অনুমতি তারা পেয়ে গিয়েছে। ২০২৫ সালে ভারতের চার শহর - যথাক্রমে - কলকাতা, গুয়াহাটি, শ্রীনগর এবং গয়া থেকে এই ১০০টি বিশেষ বিমান শুধুমাত্র হজযাত্রীদের জন্য চালানো হবে।
প্রসঙ্গত, এবছর - ২০২৪ সালে মোট ১৩,০০০ হজযাত্রীকে বিশেষ পরিষেবা দিয়েছে এই ভারতীয় বিমান পরিবহণ সংস্থা। আগামী বছর তা আরও ১৮ শতাংশ বাড়বে। অর্থাৎ, ২০২৫ সালে ১৫,৫০০ জন হজযাত্রী স্পাইসজেটের বিমানে চেপে তীর্থ করতে যেতে পারবেন।
উল্লেখ্য, ২০১৯ সাল থেকে হজযাত্রীদের জন্য বিশেষ বিমান পরিষেবা দিচ্ছে স্পাইসজেট। গত মরশুমে শুধুমাত্র হজযাত্রীদের জন্যই দু'টি বড় আকারের এয়ারবাস এ৩৪০ বিমান কাজে লাগিয়েছিল স্পাইসজেট কর্তৃপক্ষ। তার এক-একটিতে একসঙ্গে সর্বাধিক ৩২৪ জন যাত্রীর বসার ব্যবস্থা ছিল।
এদিকে এবার সব মিলিয়ে ১,৭৫,০২৫জনের কোটা হয়েছে ভারত থেকে তাঁরা হজে যেতে পারবেন হজ ২০২৫এর জন্য।
এনিয়ে এইচই তওফিক বিন ফওজান আল রবিয়া,কিংডম অফ সৌদি আরবের হজ ও উমরাও দফতরের মন্ত্রীর সঙ্গে হজ চুক্তি ২০২৫ হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী এই হজ চুক্তিকে স্বাগত জানিয়েছেন। তিনি লিখেছেন, আমি এই চুক্তিকে স্বাগত জানাচ্ছি। এটা ভারতের হজ তীর্থযাত্রীদের জন্য খুব খুশির খবর। আমাদের সরকার ভক্তদের তীর্থযাত্রার সুবিধাকে নিশ্চিক করতে প্রতিশ্রুতিবদ্ধ।