বাংলা নিউজ > ঘরে বাইরে > শুভেচ্ছা জানালেন মোদী, ৭৪ তম জন্মদিনে শেখ হাসিনাকে কী উপহার দিল ভারত?

শুভেচ্ছা জানালেন মোদী, ৭৪ তম জন্মদিনে শেখ হাসিনাকে কী উপহার দিল ভারত?

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশে ভারতের হাইকমিশনার রিভা গঙ্গোপাধ্যায় দাস (ছবি সৌজন্য @ihcdhaka)

মুক্তিযুদ্ধের স্বর্ণ জয়ন্তী এবং দু'দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি নিয়ে আলোচনা হয়।

আজ (সোমবার) ৭৪ তম জন্মদিন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাসিনার আমলে যেভাবে ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি হয়েছে, তা নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসাও করলেন।

রবিবার হাসিনার সঙ্গে দেখা করেন বাংলাদেশে ভারতের বিদায়ী হাইকমিশনার রিভা গঙ্গোপাধ্যায় দাস। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে হাসিনার হাতে মোদীর একটি চিঠি তুলে দেন তিনি। সেই চিঠিতে মোদী বলেন, ‘আপনার জন্মদিনের শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আপনার দূরদর্শী নেতৃত্বের ফলে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের অভাবনীয় উন্নতি হয়েছে। একইভাবে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে আপনার অবদান দুর্দান্ত।'

একইসঙ্গে মোদীর তরফে হাসিনার হাতে পুষ্পস্তবক তুলে দেন বাংলাদেশে ভারতের বিদায়ী হাইকমিশনার। বিদায়বেলায় হাসিনাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি দুর্লভ ফুটেজও উপহার দেন তিনি। ১৯৭২ সালে বঙ্গবন্ধু যখন ভারতে গিয়েছিলেন, সেই সময়কার ভিডিয়ো ফুটেজ সেটি। 

বৈঠকে মুক্তিযুদ্ধের স্বর্ণ জয়ন্তী এবং দু'দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি নিয়েও আলোচনা হয়। হাসিনাকে উদ্ধৃত করে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইসানুল করিম বলেন, ‘আমাদের মতে, এই অঞ্চলের মানুষের উন্নতির জন্য প্রতিবেশি দেশগুলির সঙ্গে ভালো সহযোগিতা সর্বদা প্রথমে আসে। আমাদের বিদেশনীতি হল সবার সঙ্গে বন্ধুত্ব। কারোর সঙ্গে শত্রুতা নয়।’

বন্ধ করুন