বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘সবে তো সূর্যোদয় হয়েছে’, নয়া বছরে 'অনুপ্রেরণামূলক' কবিতা লিখলেন মোদী, করলেন আবৃত্তিও : ভিডিয়ো

‘সবে তো সূর্যোদয় হয়েছে’, নয়া বছরে 'অনুপ্রেরণামূলক' কবিতা লিখলেন মোদী, করলেন আবৃত্তিও : ভিডিয়ো

নরেন্দ্র মোদী। (ছবি সৌজন্য এএনআই)

সেই কবিতার জন্য কলম ধরেছেন খোদ প্রধানমন্ত্রী। তুলে ধরেছেন নয়া বছরের নয়া সূর্যোদয়কে।

বিষণ্ণতার বছরকে দূরে সরিয়ে এসেছে নয়া বছর। সেই বছরকে ঘিরে তৈরি হয়েছে অসংখ্য আশা-আকাঙ্ক্ষা। সেই প্রত্যাশাকে তুলে ধরলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবৃত্তি করে শোনালেন ‘অনুপ্রেরণামূলক’ কবিতা - ‘সবে তো সূর্যোদয় হয়েছে’। যে কবিতার জন্য কলম ধরেছেন খোদ প্রধানমন্ত্রী। তুলে ধরেছেন নয়া বছরের নয়া সূর্যোদয়কে।

শুক্রবার সকালেই দেশবাসীকে নয়া বছরের শুভেচ্ছা জানান মোদী। টুইটারে লেখেন, 'সবাইকে নয়া বছরের শুভেচ্ছা। নয়া বছর যেন আপনার জীবনে সুস্বাস্থ্য, আনন্দ এবং সমৃদ্ধি নিয়ে আসে। আশা এবং সৌহার্দ্যে ভরে উঠুক জীবন।' 

কিছুক্ষণ পরেই ‘মাই গভ ইন্ডিয়া’ (MyGovIndia) টুইটার হ্যান্ডেল থেকে একটি ভিডিয়ো বার্তায় মোদীর কবিতা টুইট করা হয়। সেই ভিডিয়োর সঙ্গে লেখা হয়, ‘একটি অসামান্য এবং অনুপ্রেরণামূলক কবিতা এখন তো সবে সূর্যোদয় হয়েছে কবিতার মধ্যে দিয়ে নয়া বছরের প্রথম দিনটা শুরু করি। যা লিখেছেন আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।’

লেখার পাশাপাশি মোদী নিজেই কবিতাটা আবৃত্তি করেছেন। একইসঙ্গে এক মিনিট ৩৭ সেকেন্ডের ভিডিয়োয় বিভিন্ন মুহূর্তের কোলাজ তুলে ধরা হয়েছে। ইসরোর উপগ্রহ উৎক্ষেপণ, ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান, মন্দিরে কাছে সূর্যোদয়, চিকিৎসক-পুলিশ-নার্সদের মতো স্বাস্থ্যকর্মী, করোনা রোগীদের কোলাজ তুলে ধরা হয়েছে। উঠে এসেছে ভারতীয় সেনা, ভারতীয় নৌবাহিনী। কৃষক, কৃষিখেতের কোলাজও তুলে ধরা হয়েছে। তাতে এক কৃষককে জাতীয় পতাকা হাতে নিয়ে দেখানো হয়েছে। একইসঙ্গে গত ২০ ডিসেম্বর দিল্লির গুরুদ্বারা রাকাবগঞ্জে যে মোদী গিয়েছিলেন, সেই দৃশ্যও ৯৭ সেকেন্ডের ভিডিয়োতে ঠাঁই পেয়েছে।

বন্ধ করুন