বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘‌মানবজাতি দ্রুতই এই মহামারী কাটিয়ে উঠবে’‌, শেখ হাসিনকে চিঠি নরেন্দ্র মোদীর

‘‌মানবজাতি দ্রুতই এই মহামারী কাটিয়ে উঠবে’‌, শেখ হাসিনকে চিঠি নরেন্দ্র মোদীর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)

আগামী বছরগুলিতেও একইভাবে শেখ হাসিনা সরকার আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

করোনাভাইরাসকে পরাস্ত করতে আশাবাদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই সোমবার আন্তর্জাতিক যোগ দিবসে নিজের এই দৃঢ়তার কথা জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাক চিঠি লিখলেন তিনি। চিঠিতে নরেন্দ্র মোদী লিখেছেন, ‘‌আমি আশাবাদী যে মানবতার সাহায্যে এই মহামারী দ্রুতই কাটিয়ে ওঠা সম্ভব হবে। এই বছর আন্তর্জাতিক যোগ দিবসের প্রতিপাদ্য—সুস্থতার জন্য যোগ ব্যায়াম।’‌ এই দিনে বাংলাদেশের অংশগ্রহণের জন্য গভীর কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।

কিছুদিন আগে মুজিববর্ষে বাংলাদেশে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। তখন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। তারপর সময় কেটেছে অনেক। আগামী বছরগুলিতেও একইভাবে শেখ হাসিনা সরকার আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষ্যে চিঠিতে তিনি লিখেছেন, ‘‌এবারও করোনা মহামারীর মধ্যে দিনটি পালিত হচ্ছে। করোনা যোদ্ধারা অসাধারণ লড়াই করেছে। দেশবাসীকে মহামারীর হাত থেকে রক্ষা করতে বিনামূল্যে টিকা দেওয়া হচ্ছে।’‌ যদিও বাংলায় আজ বিনামূল্যে ১৮ উর্দ্ধদের টিকা দেওয়া শুরু করা যায়নি। তা নিয়ে ক্ষোভ রয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। তখন থেকেই ২১ জুন বিশ্বব্যাপী আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়ে আসছে। গতবছরের মতো এই বছরও কোভিড–১৯ মহামারীর প্রকোপের মধ্যেই আন্তর্জাতিক যোগ দিবস পালিত হল। এই উপলক্ষ্যে নরেন্দ্র মোদি লেখেন, ‘‌এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আমাদের করোনা যোদ্ধারা উল্লেখযোগ্যভাবে মহামারীর বিরুদ্ধে লড়াই করেছেন। মহামারীর হুমকির মধ্যেও গত আন্তর্জাতিক যোগ দিবসের পর থেকে বেশ কিছু ইতিবাচক ঘটনা ঘটেছে। বিভিন্ন চিকিৎসা পদ্ধতি ও ভাইরাস বিষয়ক বৈজ্ঞানিক গবেষণার পাশাপাশি এখন একাধিক টিকাও রয়েছে আমাদের কাছে। আমার বিশ্বাস, মানবজাতি খুব দ্রুতই এই মহামারী কাটিয়ে উঠবে।’‌

ঘরে বাইরে খবর

Latest News

মান্ডিতে প্রচার শুরু কঙ্গনার, ‘সেবায় কোনও খামতি রাখব না’ দাবি বিজেপি প্রার্থীর লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় আলিয়া, যোগ দিলেন গুরিন্দর চাড্ডা এবং হর্ষদীপ কৌররা বিয়ের চর্চার মাঝে রোম্যান্সে মজে তাপসী, হাবুডুবু খাচ্ছেন প্রেমে! ফাঁস সিক্রেট সবুজে সবুজ, টলটলে পুকুর,ছবির মতো হবে কলকাতা,বেসরকারি সংস্থাকে বড় অনুরোধ পুরসভার বিয়ের পর প্রথম জন্মদিন, তবু অনুপম বলছেন নতুন বউ-এর সঙ্গে বিশেষ পরিকল্পনা নেই…! AIFF-এর অ্যাডমিন বিভাগের মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ পুরুষ সহকর্মীর বিরুদ্ধে সরকারি শিক্ষকদের কপালে নাচছে শনি, কাটবে বেতন, দফতরের পদক্ষেপ সমর্থন মন্ত্রীর ‘‌একুশ হাজার মদের দোকান বেড়েছে, এই মুখ্যমন্ত্রী মদশ্রী’‌, বেলাগাম শুভেন্দু পদবী নিয়ে বিতর্কের মাঝেই ত্রিপুরায় মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী কলকাতায় নয়া রেকর্ড গড়ল সোনা, ৭০ হাজার ছুঁইছুঁই হলুদ ধাতুর দাম

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.