এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা এবং দুই ইজরায়েলি প্রধানমন্ত্রীই এই নজির গড়েছিলেন। এবার তাঁদের সঙ্গে একই আসনে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে মাত্র চারজন ভিনদেশী রাষ্ট্রপ্রধান মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনের উদ্দেশে ভাষণ রেখেছন। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে। উল্লেখ্য, আগামী ২২ জুন থেকে মোদীর মার্কিন সফর শুরু হতে চলেছে। সেই সফরকালেই মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনের উদ্দেশে বক্তব্য রাখবেন মোদী।
এর আগে গত শুক্রবার সেনেট সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার, হাউস স্পিকার কেভিন ম্যাকার্থি, সেনেটের সংখ্যালঘু নেতা মিচ ম্যাককনেল এবং হাউসের সংখ্যালঘু নেতা হাকিম জেফ্রিস একযোগে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখে যৌথ অধিবেশনের উদ্দেশে ভাষণ রাখার আমন্ত্রণ জানান বলে জানা গিয়েছে। এর আগে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেস সদস্য রো খান্না সেদেশের স্পিকার কেভিন ম্যাকার্থিকে আবেদন জানিয়েছিলেন যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভাষণ দেওয়ার জন্য কংগ্রেসের যৌথ সেশনে আমন্ত্রণ জানানো হয়।
উল্লেখ্য, জো বাইডেনের আমন্ত্রণে আগামী ২২ জুন ওয়াশিংটন ডিসি-তে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে মোদীর সম্মানে বাইডেন একটি সরকারি ডিনারের আয়োজন করবেন। এর আগে শুধুমাত্র দু'জন ভারতীয়র সম্মানে স্টেট ডিনারের আয়োজন করা হয়েছে আমেরিকায়। ১৯৬৩ সালে তৎকালীন ভারতীয় রাষ্ট্রপতি এস রাধাকৃষ্ণন এবং ২০০৯ সালে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সম্মানে স্টেট ডিনারের আয়োজন করা হয়েছিল। এবার মোদীর সম্মানে তা আয়োজন করছেন বাইডেন। জাপানে এই স্টেট ডিনারের উল্লেখ করেই বাইডেন মোদীর থেকে 'অটোগ্রাফ' চেয়েছিলেন।
জো বাইডেন তাঁকে বলেছিলেন, 'আপনি গোটা বিশ্বে এটা প্রমাণ করছেন যে গণতন্ত্রের দাম কতটা।' বাইডেন নাকি মজার ছলে এও বলেন, 'আপনি আমার জন্য সমস্যা তৈরি করে দিয়েছেন। পরের মাসে ওয়াশিংটনে আমরা আপনার সম্মানে একটি ডিনার পার্টির আয়োজন করব। সেই পার্টিতে গোটা দেশের সবাই যেন আসতে চাইছেন। আমাদের টিকিট শেষ হয়ে গিয়েছে। তবে টিকিটের চাহিদা শেষ হয়নি। আপনার মনে হচ্ছে আমি মজা করছি? তাহলে আমার দলকে জিজ্ঞেস করতে পারেন। আমি এমন সব মানুষের থেকে ফোন পাচ্ছি যাদের সঙ্গে আগে জীবনে কথা হয়নি আমার। সিনেমার অভিনেতা থেকে শুরু করে আমার আত্মীয়রা ফোন করে ডিনার পার্টির টিকিট চাইছেন। আপনি খুব বেশি জনপ্রিয়।'