বাংলা নিউজ > ঘরে বাইরে > Modi on Naveen health: নবীনের স্বাস্থের অবনতির পিছনে ষড়যন্ত্রের অভিযোগ মোদীর, তদন্ত করার আশ্বাস

Modi on Naveen health: নবীনের স্বাস্থের অবনতির পিছনে ষড়যন্ত্রের অভিযোগ মোদীর, তদন্ত করার আশ্বাস

নবীনের স্বাস্থের অবনতির পিছনে ষড়যন্ত্রের অভিযোগ মোদীর, তদন্ত করার আশ্বাস

ওড়িশার ময়ূরভঞ্জে বুধবার একটি সমাবেশে বক্তব্য রাখার সময় বন্ধু নবীন পট্টনায়কের স্বাস্থ্যের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘গত এক বছরের নবীনবাবুর স্বাস্থ্যের হঠাৎ এত অবনতি কীভাবে হল? তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন নবীন বাবুর সকল শুভাকাঙ্ক্ষীরা।’

ভোটের আবহে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের স্বাস্থ্য নিয়ে এই মুহূর্তে তোলপাড় রাজ্য রাজনীতি। সম্প্রতি নবীন পট্টনায়কের হাত কাঁপার একটি ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) সামনে এসেছে। সেই ভিডিয়োকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়ছে বিজেপি। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এ বিষয়ে অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রীকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আর এবার নবীন পট্টনায়কের স্বাস্থ্যের অবনতির পিছনে গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তিনি আশ্বাস দিয়েছেন বিজেপি সরকার গঠন করলেই এই ঘটনার তদন্ত করা হবে। 

আরও পড়ুন: 'মঞ্চেই হাত কাঁপছিল নবীনের, পান্ডিয়ান সরিয়ে নেওয়ায়' আক্রমণ BJP-র, পালটা CM-র

ওড়িশার ময়ূরভঞ্জে বুধবার একটি সমাবেশে বক্তব্য রাখার সময় বন্ধু নবীন পট্টনায়কের স্বাস্থ্যের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘গত এক বছরের নবীনবাবুর স্বাস্থ্যের হঠাৎ এত অবনতি কীভাবে হল? তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন নবীন বাবুর সকল শুভাকাঙ্ক্ষীরা। আমার সঙ্গে যখনই তাঁর ঘনিষ্ঠরা দেখা করেন তখনই তাঁরা নবীন বাবুর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কথা জানান। তারা বলেন, নবীন বাবু নিজে কিছুই করতে পারছেন না।’ 

এরপরই প্রধানমন্ত্রীর সংযোজন, ‘তাঁর স্বাস্থ্যের অবনতির পিছনে কোনই ষড়যন্ত্র থাকতে বলে নবীন বাবুর ঘনিষ্ঠজনেরা মনে করছেন।’ প্রধানমন্ত্রী বলেন, ‘নবীন বাবুর স্বাস্থের অবনতির পিছনে সত্যি সত্যিই কোনও ষড়যন্ত্র আছে কিনা তা ওড়িশার মানুষের জানার অধিকার রয়েছে। নবীন বাবুর নামে যারা রাজ্যে ক্ষমতা ভোগ করছে। তাদের কোনও হাত রয়েছে কিনা সেই রহস্য উদঘাটন করতে হবে।’ এ বিষয়ে তদন্ত প্রয়োজন বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী তদন্ত কমিটি গঠন করার কথা জানান।

প্রসঙ্গত, সম্প্রতি নবীন পট্টনায়ক এবং তাঁর ঘনিষ্ঠ ভিকে পান্ডিয়ানের একটি ভিডিয়ো সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, নবীন পট্টনায়ক জনসভায় বক্তব্য রাখছেন। আর তার পাশে মাইক ধরে দাঁড়িয়ে আছেন পান্ডিয়ান। সেই সময় আচমকা নবীন পট্টনায়কের বাঁ হাত কাঁপতে শুরু করে। তা দেখার পরে পান্ডিয়ান সঙ্গে সঙ্গে নবীন পট্টনায়কের হাত ধরে ডায়াসের ভিতরে ঘুরিয়ে দেন, যাতে কেউ দেখতে না পারে।

এই ভিডিয়ো শেয়ার করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অভিযোগ করেছেন, ‘ওড়িশার মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের অবস্থা ভালো না। পান্ডিয়ান সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রীকে নিয়ন্ত্রণ করছেন।’ আর এবার প্রধানমন্ত্রী মোদী এই ধরনের প্রশ্ন তুললেন। প্রধানমন্ত্রী নাম না করলেও তিনি আসলে পান্ডিয়ানকেই নিশানা করেছেন। 

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

ভারতের ভাগ্য এখন পাকিস্তানের হাতে, কোন অঙ্কে সেমিফাইনালে যেতে পারেন হরমনপ্রীতরা? অস্ত্র 'মাস্টার কি'! পর্যটকদের টাকা হাতিয়ে, গাড়ি নিয়ে হুল্লোড় হোটেল কর্মীর 'তুমি সাগরের ঢেউয়ে....', অনশনমঞ্চে মৌসুমী ভৌমিকের গান ভাইরাল, কাঁদলেন ডাক্তারা ফের অনশনে অসুস্থ জুনিয়র ডাক্তার, অবস্থার অবনতি, ভর্তি করা হল এনআরএসে থার্ড আম্পায়ারের ভুল সিদ্ধান্তে হারল ভারত? আসলে আউট ছিলেন অজি? কী বলছে আইন? ট্রাস্টের নামে ৫ একর জমি পেয়েও আবেদন প্রত্যাহার খাড়্গে পুত্রের অস্ট্রেলিয়ার কাছে হেরে ঘোর বিপদে ভারত, শেষ চারে অজিরা, এ-গ্রুপের পয়েন্ট তালিকা দুরন্ত ফিল্ডিং ভারতের, ইম্প্যাক্ট ফিল্ডার অফ দ্য সিরিজ হলেন এই ভারতীয় স্পিনার 'এই জোর করিস না, না না, জোর করিস না…' কাতর অনুরোধ মিমির, শুনতে নারাজ অনিন্দ্য সোহাগে রাঙা শ্রীময়ী! কচি বউকে নিয়ে সিঁদুর খেলায় মাতলেন কাঞ্চন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.