এবার থেকে ভারতের মাটিতেই নির্মিত হবে সি২৯৫ বিমান। স্প্যানিশ প্রযুক্তিতে তৈরি, মাঝারি আকারের এই উড়োজাহাটি মূলত কৌশলগত পরিবহণের কাজে ব্যবহার করা হয়।
এবার সেই বিমান নির্মাণ করা হবে গুজরাতের ভদোদরার একটি বিমান উৎপাদন কেন্দ্রে। সোমবার সেই কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে ছিলেন স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো স্যাঞ্চেজ।
উল্লেখ্য, ইতিমধ্যেই সি২৯৫ বিমানটি ইউরোপের 'এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস' বিভাগের অন্তর্ভুক্ত হয়েছে। ওয়াকিবহাল মহলের দাবি, আগামী দিনে এই বিমান ভারতের উড়ান পরিষেবা ও প্রতিরক্ষা সংক্রান্ত উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সেই নিরিখে এদিনের এই বিমান নির্মাণ কেন্দ্র উদ্বোধনের ঘটনাটি ভারতের ইতিহাসে একটি মাইলফলক বলে ব্যাখ্যা করছে সংশ্লিষ্ট মহল।
উল্লেখ্য, গত ১৮ বছরের মধ্যে এই প্রথম স্পেনের কোনও প্রেসিডেন্ট ভারত সফরে এলেন। এদিন মোদী এবং স্যাঞ্চেজ, ভদোদরার টাটা অ্যাডভান্সড সিস্টেমস ক্যাম্পাসে অবস্থিত এই বিমান উৎপাদন কেন্দ্রটি একত্রে পরিদর্শন করেন।
তার আগে দুই রাষ্ট্রনেতা ভদোদরা শহরে আয়োজিত একটি রোড শো-এ অংশগ্রহণ করেন। সূত্রের খবর, ভারত ও স্পেনের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে এদিন মোদী ও সানচেজের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
প্রসঙ্গত, এয়ারবাস স্পেনের সঙ্গে যৌথভাবে এই বিমান নির্মাণ কেন্দ্রটি তৈরি করেছে ভারতের টাটা অ্যাডভান্সড সিস্টেমস।
২০২১ সালের স্বাক্ষরিত একটি চুক্তি অনুসারে, ২৫০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে মোট ৫৬টি এয়ারবাস সি২৯৫ বিমান কিনবে ভারতীয় বায়ু সেনা। যার মধ্যে ৪০টি বিমান নির্মিত হবে ভদোদরার এই কেন্দ্রে। বাকি ১৬টি বিমান আসবে স্পেনের সেভিল থেকে।
সোমবার এই কেন্দ্র উদ্বোধন করার সময় মোদী তাঁর ভাষণে বলেন, এই বিমান নির্মাণ কেন্দ্রটি ভারত ও স্পেনের দ্বিপাক্ষিক সম্পর্ককে এক নয়া মাত্রা দেবে। মোদীর কথায় এই যৌথ উদ্যোগ - 'মেক ইন ইন্ডিয়া, মেক ফর ওয়ার্ল্ড' (ভারতে নির্মিত, বিশ্বের জন্য নির্মিত) অভিযান এগিয়ে নিয়ে যাবে।
এদিন তাঁর ভাষণে টাটা গোষ্ঠীর সদ্য প্রয়াত প্রাক্তন চেয়ারম্যান রতন টাটাকেও স্মরণ করেন মোদী। বলেন, ‘আজ যদি তিনি আমাদের মাঝে থাকতেন, তাহলে সবথেকে বেশি খুশি হতেন। তাঁর আত্মা যেখানেই থাকুক, তা নিশ্চয় আজ আনন্দে ভরে উঠেছে।’
অন্যদিকে, স্পেনের প্রেসিডেন্ট স্যাঞ্চেজ বলেন, টাটা গোষ্ঠীর সঙ্গে এয়ারবাসের এই গাঁটছড়া আগামী দিনে ভারতের বিমান নির্মাণ ও উড়ান পরিষেবার ক্ষেত্রে প্রভূত উন্নতি ঘটাতে সহযোগিতা করবে।
তাঁর কথায়, এই প্রকল্প 'আমাদের দ্বিপাক্ষিক শিল্প সম্পর্ক আরও মজবুত করবে। কৌশলী সঙ্গী হিসাবে স্পেন ভারতের প্রতি তার সমস্ত প্রতিশ্রুতি গভীরভাবে পালন করবে।'