বাংলা নিউজ > ঘরে বাইরে > PM Modi-Rahul: একই ফ্রেমে মোদী-রাহুল, জানালেন অভিবাদন, সংসদের চা চক্রে বিরল ছবি

PM Modi-Rahul: একই ফ্রেমে মোদী-রাহুল, জানালেন অভিবাদন, সংসদের চা চক্রে বিরল ছবি

একই ফ্রেমে মোদী-রাহুল! একে অপরকে জানালেন অভিবাদন, সংসদের চা চক্রে বিরল ছবি (PTI)

সংসদের বর্ষা অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। ওয়াকফ বোর্ডের প্রস্তাবের সময় বিতর্কের কারণে লোকসভা এবং রাজ্যসভা স্থগিত করা হয়। তারপরে, লোকসভার স্পিকার ওম বিড়লা শুক্রবার সংসদে একটি চা চক্রের আয়োজন করেন। সেই অনুষ্ঠানে সব দলের নেতারা অংশ নেন।

রাজনীতিতে তাঁরা একে অপরের চরম বিরোধী। একে অপরকে আক্রমণ পালটা আক্রমণ করতে কেউ পিছুপা হন না। কিন্তু, সেই বিরোধকে সরিয়ে কিছু সময়ের জন্য একই ফ্রেমে দেখা গেল প্রধানমন্ত্রী এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে। শুধু একই ফ্রেমে তাদের দেখাই গেল না একে অপরকে তাঁরা অভিবাদনও জানালেন। এমনই বিরল ছবি ধরা পড়ল সংসদ চত্বরে একটি সর্বদলীয় চা চক্রে। 

আরও পড়ুন: ৭ বিরোধী সাংসদকে আম উপহার পাকিস্তানের, রাহুলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ BJP-র

সংসদের বর্ষা অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। ওয়াকফ বোর্ডের প্রস্তাবের সময় বিতর্কের কারণে লোকসভা এবং রাজ্যসভা স্থগিত করা হয়। তারপরে, লোকসভার স্পিকার ওম বিড়লা শুক্রবার সংসদে একটি চা চক্রের আয়োজন করেন। সেই অনুষ্ঠানে সব দলের নেতারা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীও। তাঁরা একে অপরকে ‘নমস্কার’ বলে অভিবাদন জানান। 

এছাড়াও এই বিশেষ চা চক্রের অনুষ্ঠানে সব দলের সাংসদরা উপস্থিত ছিলেন। তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও যোগ দেন এই চা চক্রে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে একই ফ্রেমে দেখতে পাওয়ার এই ছবি সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই বৈঠকের ছবি সারাদেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীকে বিরোধী দলনেতা এবং শাসক দলের নেতাদের সঙ্গে কথা বলতে দেখা যায়। একইসঙ্গে ইউক্রেনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কাছ থেকে খোঁজখবর নেন রাহুল গান্ধী। রাজনাথ সিং বলেছেন, ভারত সেখানকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

উল্লেখ্য, সংসদের বর্তমান অধিবেশন ২২ জুলাই শুরু হয়েছিল। আগামী ১৩ অগস্ট পর্যন্ত অধিবেশন চলার কথা ছিল। তবে তিন দিন আগে শুক্রবার তা শেষ হয়ে যায়। ১৮ তম লোকসভার এই দ্বিতীয় অধিবেশন চলাকালীন ১৫ দিনের মধ্যে সম্পূর্ণ কাজের উল্লেখ করে ওম বিড়লা বলেছেন, এই অধিবেশনে ১৩৬ শতাংশ কাজ হয়েছে। 

এই চা চক্রে প্রধানমন্ত্রী মোদী, ওম বিড়লা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, রাহুল গান্ধী, কিরেন রিজিজু, পীযূষ গোয়াল এবং চিরাগ পাসওয়ানকে বসে থাকতে দেখা যাচ্ছে। শুক্রবার বিজেপি সাংসদরা বিরোধী দলগুলির সমালোচনা করে বলেছিলেন, বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে তাদের নীরবতা দুর্ভাগ্যজনক। তারপরে একসঙ্গে এই চা চক্রের অনুষ্ঠান যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ।

পরবর্তী খবর

Latest News

ভারতে এসে ফেসবুকে ভারত ভাগের হুমকি, ঘাড় ধরে বাংলাদেশিকে ফেরত পাঠাল মোদী সরকার মৌসুমীকে আক্রমণ কুণাল-দেবাংশুর, তথাগত লিখলেন, ‘পার্থক্য কোথায় রগড়ে দেব পার্টি..' সাউন্ডটা কমাবে? গণেশ পুজোয় তারস্বরে গান, সহ্য করতে না পেরে নিজেকে শেষ করলেন রোগী এবার টালা থানার ওসির স্ত্রীকে তলব করল সিবিআই, আজ দুপুরেই জিজ্ঞাসাবাদ শুরু ভালবাসায় মোড়া হৃদয়! চমকে দিয়ে বিয়ের পিঁড়িতে অদিতি-সিদ্ধার্থ, সাজে অপরূপ বর-কনে ভাদ্রে বিশ্বকর্মাপুজো ২০২৪র আবহে সংক্রান্তির তিথি দেখে নিন ‘এরপরও বলবেন মুখ্যমন্ত্রী আলোচনা নিয়ে…’ কালীঘাট-বৈঠক নিয়ে ভিডিয়ো পোস্ট TMC নেতার ICU-তে ভর্তি সৌদি আরবের জাতীয় দলের ফুটবলার! অ্যাপার্টমেন্টে থেকে পড়ে আহত ফাহাদ ভারী বৃষ্টি চলবে ৭ জেলায়, ৬০ কিমিতে ঝড়, কোন ৮টিতে ঝোড়ো হাওয়ার বেগ কম থাকবে? টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেফতারির পর এবার তাঁর স্ত্রীকে ডাকল CBI

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.