বাংলা নিউজ > ঘরে বাইরে > বাইডেন ও হ্যারিসকে অভিনন্দন মোদীর, ভারত-আমেরিকা সম্পর্ক মজবুত করার আহ্বান

বাইডেন ও হ্যারিসকে অভিনন্দন মোদীর, ভারত-আমেরিকা সম্পর্ক মজবুত করার আহ্বান

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে জয়ের জন্য শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভাইস প্রেসিডেন্ট হিসেবে ভারত-আমেরিকা সম্পর্ক মজবুত করতে বাইডেনের অবদান খুবই গুরুত্বপূর্ণ ও মূল্যবান ছিল, মন্তব্য নমো-র।

আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে জো বাইডেন ও কমলা হ্যারিসের উদ্দেশে অভিনন্দন ও শুভেচ্ছাবার্তার ডালি সাজালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ বিশ্বের তাবড় নেতা। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন-সহ ডোনাল্ড ট্রাম্পের এড়িয়ে যাওয়া একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে এবার আমেরিকা উদ্যোগী হবে, এমন আশাও পোষণ করলেন অনেকে।

একাধিক টুইটে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে জয়ের জন্য শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী মোদী। বারাক ওবামা প্রেসিডেন্ট থাকাকালীন ভাইস প্রেসিডেন্ট হিসেবে ভারত-আমেরিকা সম্পর্ক মজবুত করতে বাইডেনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন নমো। তিনি লেখেন, ‘অসাধারণ জয়ের জন্য অভিনন্দন জো বাইডেন। ভাইস প্রেসিডেন্ট হিসেবে ভারত-আমেরিকা সম্পর্ক মজবুত করতে আপনার অবদান খুবই গুরুত্বপূর্ণ ও মূল্যবান ছিল। সেই সম্পর্ক আরও দৃঢ় করার আশায় একসঙ্গে কাজ করার অপেক্ষায় রইলাম।’

কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী লেখেন, ‘হার্দিক অভিনন্দন কমলা হ্যারিস! আপনার এই সাফল্য দৃষ্টান্তমূলক এবং আমেরিকার ভারতীয় বংশোদ্ভূতদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আপনার নেতৃত্ব ও সমর্থনে ভারত-আমেরিকা সম্পর্ক সুদৃঢ় হবে, সে বিষয়ে আমি নিশ্চিত।’

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জো বাইডেনের জয় নিশ্চিত হওয়ার পরে প্রথম যে সমস্ত বিশ্বনেতারা অভিনন্দন বার্তা পাঠান, তাঁদের অন্যতম কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। নবনির্বাচিত প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে ট্রুডো টুইট করেন, ‘আমাদের দুই দেশ ঘনিষ্ঠ বন্ধু, পার্টনার ও সুহৃদ। আন্তর্জাতিক মঞ্চে আমরা এক অভিনব সম্পর্কের শরিক। আপনাদের দুই জনের সঙ্গে গঠনমূলক কাজে অংশগ্রহণ করতে অপেক্ষায় রয়েছি।’

ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন টুইট করেন, ‘আমেরিকার প্রেসিডেন্ট পদে জো বাইডেন নির্বাচিত হওয়ার জন্য এবং ভাইস প্রেসিডেন্ট পদে কমলা হ্যারিস নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানাই। আমেরিকা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধু। জলবায়ু পরিবর্তন, বাণিজ্য ও নিরাপত্তার মতো যৌথ সমস্যার সমাধানে আপনাদের সঙ্গে কাজ করার জন্য অপেক্ষায় রয়েছি।’

বাইডেন ও হ্যারিসকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল ও বিদেশমন্ত্রী হেইকো মাস। মের্কেল তাঁর বার্তায়উল্লেখ করেছেন, ‘আমাদের অতলান্তিক তীরবর্তী বন্ধুত্বের বিকল্প নেই।’

বাইডেন ও হ্যারিসকে তাঁদের ঐতিহাসিক জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাকরঁ। তিনি টুইট করেন, ‘বর্তমান সমস্যার সমাধান পেতে আমাদের অনেক কিছু করতে হবে। চলুন একত্রে কাজ করি।’

ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কন্তে টুইটারে বাইডেন ও হ্যারিসকে অভিনন্দন জানান এবং সেই প্রসঙ্গে ইতালি-আমেরিকা সম্পর্ক মজবুত করার আহ্বান জানান। 

লক্ষ্যণীয়, সরকারি ঘোষণা হওয়ার আগে থেকেই যে ভাবে বিশ্বের তাবড় দেশের নেতারা বাইডেন ও হ্যারিসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে শুরু করেন, তাতে ট্রাম্প জমানার প্রতি তাঁদের বিরাগ সুস্পষ্ট হয়ে উঠেছে এবং তনুন মার্কিন নেতৃত্ব সম্পর্কে আশার আলোও দেখা দিয়েছে।

ঘরে বাইরে খবর

Latest News

মুজিবের পরিবর্তে ১৬বছরের আফগান স্পিনারকে নিল KKR, RR-এ প্রসিধের বদলি কেশব মহারাজ একেই বলে কর্মফল! চলন্ত ট্রেনে বয়স্ক মহিলার ক্ষতি করতে গিয়ে যা হল চোরের সঙ্গে লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন 'আর তারকা তৈরি হচ্ছে না', দাবি কঙ্গনার, শাহরুখের সঙ্গে তুলনা টেনে বললেন কী? ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা জরিমানা অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নিজেকে শেষ করতে যান রবিনা? গুজব উড়িয়ে বললেন কী? দেশের মাটিতে তৈরি তেজস এমকে-১এ সিরিজের যুদ্ধবিমানের প্রথম উড়ান সফল গান ছাড়া আরও একটা জিনিসের প্রতি প্য়াশন ছিল! দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অনীক DC-এর হয়ে প্রথম প্লেয়ার হিসেবে ১০০ ম্যাচ খেলার নজির পন্তের, পেলেন বিশেষ জার্সি বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.