রাজ্যাভিষেকের জন্য রাজা তৃতীয় চার্লসকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী। নিজে সশরীরে লন্ডনের ওয়েবমিনিস্টার অ্যাবেতে হাজির না থাকলেও শনিবার রাতে টুইটারে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী। কর্ণাটকে বিধানসভা নির্বাচনের প্রচারের ফাঁকেই তিনি বলেন, ‘রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলার রাজ্যভিষেকের জন্য আন্তরিক অভিনন্দন। আমরা নিশ্চিত যে আগামিদিনে ভারত এবং ব্রিটেনের বন্ধুত্বের সম্পর্ক আরও মজবুত হবে।’
শনিবার ধুমধাম করে রাজ্যাভিষেক হয়েছে ৭৪ বছরের রাজা তৃতীয় চার্লসের। সেই অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে হাজির ছিলেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। যিনি সেই ঐতিহাসিক অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবারই লন্ডনে পৌঁছে যান। রাজা তৃতীয় চার্লসের সঙ্গে আলাপাচারিতাও সারেন। আজ রাজ্যাভিষেকের সময় ভারতের উপ-রাষ্ট্রপতির কার্যালয়ের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, 'আজ রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলার রাজ্যাভিষেক অনুষ্ঠানে হাজির থাকতে পেরে আনন্দ বোধ করছি। নয়া রাজা এবং রানিকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আগামিদিনে ভারত ও ব্রিটেনের সম্পর্ক যেন আরও মজবুত হয়।'
আরও পড়ুন: King Charles III Coronation: রাজমুকুট পরলেন তৃতীয় চার্লস,আবেগে ভাসছে ইংল্যান্ড, দেখুন ভিডিয়ো
উল্লেখ্য, ১৯৫২ সালের পর থেকে ব্রিটেনে প্রথমবার কারও রাজ্যাভিষেক হল। লন্ডনের ওয়েবমিনস্টার অ্যাবেতে সেই রাজ্যাভিষেকের অনুষ্ঠানের আয়োজন করা হয়। রানি তৃতীয় এলিজাবেথের মৃত্যুর পর তাঁর ছেলে ৭৪ বছরে কুর্সিতে বসলেন। তাঁর মাথায় সেন্ট এডওয়ার্ডসের মুকুট পরিয়ে দেওয়া হয়। তারপর ঘোড়া-চালিত গাড়ির প্যারেডের মাধ্যমে রানি ক্যামিলার সঙ্গে বাকিংহাম প্যালেসে ফেরেন রাজা তৃতীয় চার্লস। সেখানে ব্যালকনি থেকে হাত নাড়তে দেখা যায় তাঁদের। সঙ্গে ছিল পুরো রাজ পরিবার। তাঁদের দেখে উন্মাদনায় ভেসে যান ব্রিটেনের মানুষ। যাঁরা সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার জন্য কড়া নিরাপত্তার মধ্যেই দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলেন।
আরও পড়ুন: King Charles Coronation: রাজ্যাভিষেক চার্লসের, পোশাকে ছোঁয়া থাকছে বাংলার মেয়ের
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)