গুজরাটের মৌরবি শহরে সেতু দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩২ হয়েছে। এদিকে শতাধিক আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আর এরই মধ্যে দাবি করা হল, মৌরবি যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে। লাইভহিন্দুস্তানের রিপোর্ট অনুযায়ী, মৌরবি গিয়ে আহত ও নিহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী। বর্তমানে, গুজরাট ও রাজস্থানের তিন দিনের সফরে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তবে এই দুর্ঘটনার কারণে তাঁর সফরসূচী পরিবর্তন করা হয়েছে।
আজ সোমবার আমদাবাদে মোদীর রোড শো হওয়ার কথা ছিল। তা বাতিল করা হয়েছে। বিজেপির মিডিয়া সেলের তরফে আরও জানানো হয়েছে যে একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থাকার কথা ছিল প্রধানমন্ত্রী মোদীর। সেই অনুষ্ঠানটিও স্থগিত করা হয়েছে। মিডিয়া কো-অর্ডিনেটর ডঃ যগনেশ দাভে জানান, মৌরবি দুর্ঘটনার কারণে সোমবার কোনও অনুষ্ঠান হবে না। যদিও ২৯০০ কোটি টাকার রেল প্রকল্প উদ্বোধন করার অনুষ্ঠান বাতিল করা হয়নি।
এর আগে গতকালই এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমানে তিনি গুজরাট সফরেই আছেন। মৃতদের পরিবারের জন্য ২ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করে প্রধানমন্ত্রীর দফতর। এদিকে আহতদের সঙ্গে গিয়ে দেখা করেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। রাজ্য সরকার মৃতদের পরিবার পিছু চার লাখ এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে। গুজরাটের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ব্রিজেশ মের্জা এই দুর্ঘটনা সম্পর্কে এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে বলেন, ‘গত সপ্তাহে সংস্কার করা হয়েছিল সেতুটির। আমরা এই দুর্ঘটনায় হতবাক। আমরা বিষয়টি খতিয়ে দেখছি... সরকার এই দুর্ঘটনায় দায় স্বীকার করছে।’ এদিকে গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সংভি জানান, দুর্ঘটনার কারণ জানতে পাঁচ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হচ্ছে।