বাংলা নিউজ > ঘরে বাইরে > PM Narendra Modi in Rozgar Mela: ‘সংকটের আবহে সুবর্ণ সুযোগ’, রোজগার মেলায় ৭১ হাজার ‘সারথি’কে নিয়োগপত্র দিলেন মোদী

PM Narendra Modi in Rozgar Mela: ‘সংকটের আবহে সুবর্ণ সুযোগ’, রোজগার মেলায় ৭১ হাজার ‘সারথি’কে নিয়োগপত্র দিলেন মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ছবি - এএনআই/টুইটার)

এর আগে গত অক্টোবরেও একই ভাবে ৭৫ হাজার নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছিল চাকরিপ্রার্থীদের হাতে। এবার আজ ফের ৭১ হাজার কর্মপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হল।

আজ ‘রোজগার মেলা’য় ৭১ হাজার সরকারি চাকরির নিয়োগপত্র বিলি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে দেশের ৪৫টি জায়গা থেকে হাতে হাতে তুলে দেওয়া হয় নিয়োগপত্র। যদিও নির্বাচনী আচরণবিধির জন্য গুজরাট এবং হিমাচলের কোনও জায়গাকে আজকের অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করা হয়নি। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে যোগ দেন মোদী। পাশাপাশি চাকরিপ্রার্থীদের উদ্দেশে বক্তব্যও রাখেন তিনি। চাকরিপ্রার্থীদের ‘দেশের সারথি’ বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি বলেন, বিশ্ব যখন সংকটে ডুবতে চলেছে, তখনই শীর্ষস্থানে পৌঁছে যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে ভারতের কাছে। এর জন্য দেশের তরুণ প্রজন্মের ওপরই ভরসা করতে হবে।

প্রধানমন্ত্রী এদিন বলেন, ‘মহামারী এবং যুদ্ধের মধ্যে, সারা বিশ্বে তরুণদের সামনে সুযোগের সংকট তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, উন্নত দেশগুলিতেও একটি বড় সংকট আসতে পারে। এইরকম সময়ে, অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞরা বলছেন যে ভারতের কাছে অর্থনৈতিক সক্ষমতা প্রদর্শনের সুবর্ণ সুযোগ রয়েছে।’ প্রসঙ্গত, এর আগে গত অক্টোবরেও একই ভাবে ৭৫ হাজার নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছিল চাকরিপ্রার্থীদের হাতে। এবার আজ ফের ৭১ হাজার কর্মপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হল।

প্রধানমন্ত্রী মোদী আরও বলান, ‘বিশেষ একটি যুগে এই নতুন দায়িত্ব পাচ্ছেন আপনারা। দেশ অমৃত কালে প্রবেশ করেছে। আমরা নাগরিকরা এই সময়ের মধ্যে ভারতকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছি। এই লক্ষ্যে পৌঁছতে, আপনারাই দেশের সারথি হতে চলেছেন।’ মোদীর কথায়, ‘দেশের বাকি জনগণের সামনে, আপনারা যারা এই নতুন দায়িত্ব কাঁধে নিতে চলেছেন, তাঁরা একভাবে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে নিযুক্ত হচ্ছেন।’

বন্ধ করুন